প্রত্যেকেরই নিজস্ব ইতিহাস থাকে, আমারো আছে, মাঝে মাঝে আমি ইতিহাসের ছাত্র হয়ে যাই, একদম সর্বোচ্চ নাম্বার পাওয়া ছাত্র, যার মাথার পুরোটাতেই গিজগিজ করছে ইতিহাস, আজ তেমিন একটা দিন, ঘুরেফিরে হারানো বন্ধু, পরিচিতজন, আত্মীয়, হারিয়ে যাওয়া প্রেমিকারা মাথায় গিজগিজ করছে।
অতীত ফুরিয়ে যায় না
একটা বিয়ে বাড়ির কথা মনে পড়ছে
আমার বড়ভায়ের বিয়ে, তা বছরষোল হবে বয়স, জামাই এর হুলুদের সভাস্থলে আসন পেতে বসে আছি, ভাবখানা এমন যেন বিয়েটা আমারই।
হঠাৎ আসল বরের আগমনে মুখরিত চারপাশ, তাড়াহুড়া করে উঠতে যেয়ে কখন যে কিশোরীর লাল শাড়িতে জড়িয়ে গেছি বুঝতেই পারিনি, সম্বিত ফিরে পেতেই বুঝতে পারলাম মেয়েটিকে নিয়ে আমি ষ্টেজের পেছনটাতে পড়ে আছি, কিযে লজ্জা তার মুখে তারপর আর কি দে দৌড়, এই মেয়েটাই আমাকে প্রথম প্রেমিক বলে জাতে উঠিয়েছে পরবর্তিতে।
তাকে ভুলতে হলে আমার অনেক ভুলতে হবে,
কৈশোর ছাড়ছিল না বলে একদিন তার জন্য শোক দিবস পালন করে নিলাম, ব্যস আর কি যায় যায় দিন।
মুখর যে গান থেমে গেছে
থেমে গেছে তরঙ্গ তমাল,
থেকে গেছে পান্ডুলিপি,
থেকে গেছি পাঠক হয়ে।
থাক প্রেম থাক তোলা, কর্মহীন পূর্ণ অবকাশে হয়ত অন্য কোন এক আলোচনায় আবার প্রেম উঠিয়ে আনব।
“যে বৃক্ষ আকাশ চুমে আছে
তার সাথে তুলনা হতে পারে তোমার অভিমানের,
ডালপালা ছড়িয়ে অভিমান ছোটে আকাশ পানে
নিচ থেকে মাঝেসাঝে জল ঢালি,
বাচিয়ে রাখি অভিমান।
আরো কিছুকাল জমুক ঘৃণা।”
আজ যাই
মাথায় শুধু প্রেমই ঘুরপাক খাচ্ছে, পাছে ইতিহাসের থলে থেকে বেড়াল না বেরিয়ে যায়। ভাল থাকুন।
loading...
loading...
খুবই সুন্দর উপস্থাপনা। আপনার লিখায় জাদু আছে মি. নিশাদ। ভক্ত হয়ে আছি।
শুভ সকাল।
loading...
বরাবরই আপনার লেখা আমার ভীষণ ভাল লাগে দাদা। যদিও খুব অনিয়মিত পাই।
loading...
সব মিলিয়ে অনবদ্য উপস্থাপনা নিশাদ ভাই।
loading...