অন্ধকারে
পৃথিবীর মৃত্যু হয় অন্ধকারে!
অশ্রুর নির্জন সমুদ্রে ডুবতে ডুবতে
লোনা-শ্যাওলায় জেগে ওঠা দ্বীপে
মৃত্যু আমারো হয় অন্ধকারে!
হাঁসফাঁস করে সূর্য যখন নুয়ে পড়ে বিকেলের দিগন্তে,
পদত্যাগ করে দীর্ঘশ্বাসে পৃথিবীকে রেখে একপাশে অন্ধকারে,
সহসা নির্লজ্জ পৃথিবী হেঁটে হেঁটে যায় অন্ধকার বুকে।
কোন অচেনা এক অন্ধকারে চুরি হয়ে যায় আমারো গন্তব্য,
হারিয়ে-ফেলা-পথ হেঁটে হেঁটে যায় অন্ধকার গুহাতে,
আমি জানি।
তবুও,
যেতে যেতে ক্লান্ত পথিকের মতো
চাই দিকপাল হোক দূরের রূপোলি চাঁদ,
চাই তালপাখা হাতে দাঁড়িয়ে কোন এক নারী,
চাই একটা নৌকো হতে চেয়ে মাঝী,
চাই একটা হ্রদ অথবা নদী।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
পৃথিবীর মৃত্যু হয় অন্ধকারে!
অশ্রুর নির্জন সমুদ্রে ডুবতে ডুবতে
লোনা-শ্যাওলায় জেগে ওঠা দ্বীপে
মৃত্যু আমারো হয় অন্ধকারে!
loading...
ধন্যবাদ দাদা!
loading...
বিরাম বিনয়ে আলোকিত এই অন্তহীন মনোলগ প্রিয় কবি।
স্বপ্ন বেঁচে থাকে অধরা নধর চাঁদে। জীবন অন্ধকারাচ্ছন্ন নয়; সংগ্রামের।
loading...
ধন্যবাদ দাদা! আশীর্বাদ রাখবেন আমার জন্য!
জীবন সংগ্রামের আমি মেনেছি। তবে জীবন যখন অন্ধকারের দিকে দাবিত হয় কিংবা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে তখনই সেই অন্ধকার থেকে বের হওয়ার জন্য জীবন সংগ্রামের হয়ে যায়। আলোয় থেকে কাউকে সংগ্রামী হতে দেখেছেন দাদা?
loading...
দীর্ঘশ্বাসে পৃথিবীকে রেখে একপাশে অন্ধকারে,
সহসা নির্লজ্জ পৃথিবী হেঁটে হেঁটে যায় অন্ধকার বুকে।
কী অসাধারণ উপমা !! মুগ্ধ হলাম কবি দা।
loading...
ধন্যবাদ দিদি! ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময়।
loading...
চমৎকার কবিতা মৃধা ভাই।
loading...
ধন্যবাদ দাদা! ভালো থাকবেন!
loading...