চালচিত্র

চালচিত্র

বিষ বেচেই কেউ ফুলেফেঁপে লাল
তিনতলায় থাকে শীতাতপ ঘরে
অমৃত সুধা হাতে দুয়ারে দুয়ারে ঘোরে যে
সে মানুষ বসে থাকে পায়ের তলায়।

মোড়ে মোড়ে বসিয়ে দাও শুঁড়িখানা
হাজার ভক্তের ভিড়ে হয়ে যাবে মৌতাত
সাদা দুধ বাড়ি বাড়ি কড়া নাড়ে
ভিখিরি আজও কষ্টে বাঁচে অসহায়।

শয়তানের বসবাস মানুষের মগজে
স্নায়ুতন্ত্র থেকে রক্তের শিরায় শিরায়
ঈশ্বর আজও পলাতক তাড়া খাওয়া কুকুর
অনায়াসে বিক্রি হয় মাত্তর দু টাকায়।

গরিবের বুকে চড়ে মিষ্টি হাসিতে
হাজার কথামালা স্বপ্নিল চাটুবাদী মায়া
দেশ বিদেশ ঘুরে বেড়ায় সমাজের দালাল-

গরিব সেই আজও গরিব
জোন দেয়…ঋণ করে…মার খায়
কাঁধভাঙা হিসাব কষে সূদ কিস্তির
দিনশেষে কড়ায়-গণ্ডায়।

(এপ্রিল ’৯৬)

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৩-১০-২০১৮ | ১১:০০ |

    বাস্তবতার আবর্তে প্রতিটি শব্দ খাঁজে খাঁজে শ্রেফ ফিট্ করে নেয়া। ব্যাস মিলে যাবে সব চালচিত্র। আধোঘুম থেকে সহস্র বার জেগে উঠলেও জীবন একই মনে হবে। তারপরও ভালো থাকবেন প্রিয় মাহবুব ভাই। সালাম।

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ০৩-১০-২০১৮ | ২২:৫৮ |

    আদর্শ মানের কবিতা গল্প দা। অনেক আগের লেখা হলেও আমার কাছে দারুণ মনে হয়েছে।

    GD Star Rating
    loading...