ডুডল
দীর্ঘ বিরতির পর এই দেখলাম-
তোমার বয়সের ছাপ এসে গেছে- চোখের নিচে
সমস্ত চিন্তার কালো কালো বোধ,
আসলে কতোটা ভালো আছো তুমি?
মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমার গভীরতা-
তোমার এই বেঁচে থাকা দেখে
ডুডল এভাবেই আবির্ভূত হয় বিশেষ বিশেষ মহুর্তে..
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
জানিনা গুগল ডুডলের কথা এখানে এসেছে কিনা। তারপরও বলি কথাকাব্যের গভীরতা ভালোই ফুটেছে প্রিয় কবি। শুভেচ্ছা এবং ভালোবাসা আপনার জন্য।
loading...
দারুণ রূপক স্বাদের একটি লেখা। অভিনন্দন দাদা।
loading...
এটুকুই পেলাম এই মুহুর্তেঃ
গুগল ডুডল দিয়েছে ২৬ শে মার্চ উপলক্ষে (তবে কেন শুধু মাত্র বাংলাদেশি আইপি থেকে দেয়া হয়েছে?)
সালাম সবাইকে আসা করি ভালো আছেন। আপনারা গুগল ভিজিট করেই দেখছেন গুগল তার ডুডল দিয়েছে ২৬ শে মার্চ উপলক্ষে। গুগল ডুডল নিয়ে একটু কনফিউশান সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে। খোলসা করা দরকার। প্রথমেই বলে নেই, এই ডুডলটা শুধু বাংলাদেশের জন্য। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন তারা দেশের বাহিরে বসে কিভাবে দেখছেন?
এই ডুডল টা কাজ করছে তিন ভাবে,
– আপনার আইপি
– জিয়োগ্রাফিক লোকেশন
– ইমেইল সেটিংস এ আপনার দেশ
https://tunerpage.com/archives/218012
loading...
ডুডল এভাবেই আবির্ভূত হয় বিশেষ বিশেষ মহুর্তে…
loading...
তোমার এই বেঁচে থাকা দেখে
ডুডল এভাবেই আবির্ভূত হয় বিশেষ বিশেষ মহুর্তে..————–
loading...