ত্রিশ বছর আগে প্রিয় লেখকের উপন্যাসের একটা লাইন “আমরা হচ্ছি চোখের দেশের মানুষ। আমাদের ভালবাসা আর ঘৃণা সব কিছুর প্রকাশ চোখেই”।
সেই সময় তাই বাস্তব মনে হয়েছিলো। আসলে তা ঠিক নয়। কিছু মানুষ আছেন যাদেরকে চোখের ভাষাতে নয়, লিখলেও বুঝতে পারেন না। কোনটা কি অর্থে লিখা তাই বুঝতে পারেন না।
দুজন মানুষের মধ্যে ওয়েভ লেনথ এক না হলে কোন সম্পর্কই টিকে না। তা ফেসবুকেই হোক আর বাস্তব জীবনেই হোক। মাস চার আগে আমার এক পরিচিত এক বিয়ের অনুষ্ঠানের ছবি দিলেন। আমি ছবি দেখে একটা মন্তব্য করেছিলাম। নিজেদের ছবি না দিয়ে একটু খাবারের ছবি দাও। ছবি খাই।
তারপর দেখি আমার সেই মন্তব্যই নাই হয়ে গেছে (উল্লেখ্য তিনি আমারা আত্মীয়ও হন। আত্মীয় মানে যার সাথে আত্মার সম্পর্ক থাকে )। তারপর থেকে আমি উনার কোন লেখা (আসলে উনি নিজের ছবিই পোষ্ট করেন প্রায়ই ) তে মন্তব্য করি না। শুধু দেখি। লাইক দেই না। সামান্য বীজ থেকেই বিষবৃক্ষ জন্মায় অবিশ্বাস আর ভুল বুঝাবুঝির সার পানি পেয়ে তা একদিন মহীরুহ হয়।
আসলে আমরা খুব একা। প্রশংসা করার মানুষের খুব অভাব তাইতো ফেসবুকে নিজের, ছেলের, মেয়ের, স্বামীর, স্ত্রীর ছবি দিয়ে অন্য অনেক মানুষের লাইক পাওয়ার অপেক্ষায় থাকি ! ছেলে বা মেয়ের জন্মদিন মেয়ের এমনকি নিজের জন্মদিন উদযাপন করি ফেসবুকে …। উন্মুক্ত করে দিচ্ছি প্রাইভেসী। আপনার প্রাইভেসী আপনার যা ইচ্ছা তাই করতে পারেন।
এবার অন্য প্রসঙ্গে যাই ফেসবুকে আবার বিশেষ কিছু বন্ধু আছেন যারা আপনাকে কোন বার্তা (ম্যাসেজ) দিয়েই নাই হয়ে যান। কারো সাথে কথা বলার সময় নিশ্চয় “আপনি কেমন আছেন ?” বলে দৌড় দেন না।
তাহলে ফেসবুকে দেন কেন ?
আমার কুশল জানতে চাইলেন। একটু অপেক্ষা করার সময় আপনার নেই।
কয়েক সপ্তাহ পর আপনার জিজ্ঞাসার জবাব আপনি দেখেও নিশ্চুপ থাকেন ? অথবা আপনি ভুলেই গিয়েছেন কি জানতে চেয়েছিলেন (এমনও হতে পারে আপনার স্বামী বা স্ত্রীর কাছে গোপন রাখতে আমার বা আপনার আগের কথোপকথন গুলো মুছে দিয়েছেন )।
এই হচ্ছে বাস্তবতা। যারা ফেসুবুকে অন্যকে বার্তা পাঠানোর পর নিজের ম্যাসেঞ্জার থেকে বার্তা মুছে দেবার পর ভাবেন, সেই বার্তা যাকে পাঠিয়েছিলেন তাঁর ম্যাসেজ বক্স থেকেও মুছে গেছে। সেরকম হয় না। ওটা কাকের ক্ষেত্রে হয়। আমি না মুছলে আপনার সব বার্তাই আমার কাছে থাকবে।
আমি কারো বার্তাই মুছি না।
সবাই সব সম্পর্কের মুল্য দেয় না। কেউ কেউ দেয় !
loading...
loading...
মনের কথা বলেছেন স্যার। সবাই সব সম্পর্কের মুল্য দেয় না। কেউ কেউ দেয় !
loading...
loading...
আপনার এলেবেলে একদম বাস্তব সম্মত দাদা। এমন অভিজ্ঞতা আমাদের অনেকের থাকে। আমি কিছু বলি না। আপনার মতোই ফিরে দেখি না।
loading...
যারা প্রশ্ন করে অথচ উত্তর করে না তারা বিরক্তকর। না থাকা ভালো।
loading...
ধন্যবাদ।
loading...
কিছু মানুষ আছেন যাদেরকে চোখের ভাষাতে নয়, লিখলেও বুঝতে পারেন না। কোনটা কি অর্থে লিখা তাই বুঝতে পারেন না। সত্যভাষণ।
loading...