স্বপ্ন

অন্ধকারগুলো নিঃশব্দে ঘিরে ধরেছে,
কোথাও কোন সুড়ঙ্গ নেই, নেই কোন আলোর খোঁজ!

আলোগুলো কোথায় যেন লুকিয়েছে;
অভিমানী মুখখানা তার, নিজেই নিজেকে খুঁজে মরে!

অন্ধকার আজ তার নিজের পথেই চলে,
সমস্ত আলোকে পদদলিত করে!

বোবা কান্নারা শব্দ খুঁজে মরে;
স্লোগানে স্লোগানে মুখরিত হবে বলে!

আশার স্বপ্নগুলো দু:স্বপ্ন হয়ে ,
হাতছানি দেয়, বিরহী হবার ভরসা নিয়ে!

বুকের ব্যথাগুলো আলিঙ্গন করে,
আশাহত স্মৃতিগুলোর সাথে!

বেঁচে থাকা মৃত মানুষেগুলো
ঘিরে ধরে জীবনের সমস্ত সোপান!

অনেক হয়েছে, অনেক হয়েছে,
এখানেই ক্ষান্ত দাও!!!!

এবার দাঁড়াও রুখে,
আলোর মশাল জ্বাল!

হাতুড়ি দিয়ে ভেঙ্গে ফেলো
আঁচলে লুকিয়ে রাখা সব অভিমানেরে!

চাপড় মার সব বোবা কান্নার গন্ডদেশে,
হয় বেঁচে থাকো মাথা উচু করে;
অথবা মর সব বীরের বেশে।

দু:স্বপ্নদের ভীড়ে রেখে এস আশার মশাল;
পুড়িয়ে দাও সমস্ত রাতের আঁধার!

তুমি স্বপ্ন হয়ে বেঁচে থেকো
সূর্যের আশে,
আমি সকল ধৃষ্টতাকে
টানেল দেখাবো।

স্বপ্নগুলো বেঁচে থেকো
প্রতিটি স্পন্দনে, স্পন্দনে!!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ২টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ১৮-০৭-২০১৮ | ২৩:১২ |

    স্বপ্নগুলো বেঁচে থেকো
    প্রতিটি স্পন্দনে, স্পন্দনে!!

    * সাবলীল প্রকাশ ও সুন্দর উপস্থাপনা…

    শুভরাত্রি।

    GD Star Rating
    loading...
    • আলমগীর কবির : ১৯-০৭-২০১৮ | ১৩:২৫ |

      ধন্যবাদ হুসাইন ভাই, শুভ বিকাল 

      GD Star Rating
      loading...
  2. রিয়া রিয়া : ১৮-০৭-২০১৮ | ২৩:৩১ |

    আপনার লেখা গুলোন আমা ভীষণ ভাল লাগে দাদা। আফসোস যে আপনি নিয়মিত হতে পারেন না। শুভেচ্ছা রেখে গেলাম। Smile

    GD Star Rating
    loading...
    • আলমগীর কবির : ১৯-০৭-২০১৮ | ১৩:২৬ |

      রিয়া আপনার যেটা আফসোস রিতীমত আমার সেটা দু:খ। ধন্যবাদ আপনাকে। 

      GD Star Rating
      loading...
  3. মুরুব্বী : ১৯-০৭-২০১৮ | ১০:১৬ |

    আপনি হয়তো আজকাল ব্যস্ততার কারণে নিয়মিত হতে পারছেন না জানি; তবে আপনার প্রতিটি লিখা খুবই পরিচ্ছন্ন ভাবে উপস্থাপিত হয়। আপনার জন্য শুভেচ্ছা কবি।

    GD Star Rating
    loading...
  4. আলমগীর সরকার লিটন : ১৯-০৭-২০১৮ | ১১:২০ |

    হাতুড়ি দিয়ে ভেঙ্গে ফেলো
    আঁচলে লুকিয়ে রাখা সব অভিমানেরে!—–অসাধারণ কবি দা

    GD Star Rating
    loading...