মজাই মজা
এক একজন এক এক কাজে মজা পায়
এক এক জনের কাছে মজার ধরণ এক এক রকম;
কেও খেয়ে মজা পায় কেও খাইয়ে
কেও কাজ করে মজা পায় কেও অকাজ
কেও প্রেম করে মজা পায় কেও অভিনয় করে মজা নেয়
কেও মজা পায় মন খেলায় কেও শরীর খেলায়
কেও দুঃখে কাঁদে আমি হাসি
কারো প্রেমে ক্ষরণ আমার কবিতার চরণ;
আমি সব কিছুতেই মজা পাই
আমি সব কিছুতেই হাসি;
আজকাল কি কেও আর ভালো কথা বলে?
তবুও যদি কেও ভুলে দু একবার বলে বসে
আমি মুচকি হাসি, আর মনে মনে বলি গাধা’টা বলে কি!
সবাই যখন আমায় মন্দ বলে, আমি অট্টহাসিতে ফেটে পড়ি
কখনো সামনে, কখনো আড়ালে;
আমি ভালো কথায় হাসি
খারাপ কথায় হাসি
বকলে হাসি
মারলে হাসি
কেও যখন প্রেম করতে চায় আমার পুরো শরীর দুলিয়ে হাসি পায়,
এই হাসিই মাঝে মাঝে তোর জন্য হয়ে যায় বড্ড বৈরি
তুই তো জানিস না! আমার মন পাথরে তৈরি;
মৃত্যুর কথা মনে হলে সবাই দেখি ভয়ে শিওরে ওঠে
আমি আমার কবরের জায়গা খুঁজি হাসিমুখে
আচ্ছা! মৃত্যু কি খুব মজার কিছু?
মাঝে মাঝে জানতে ইচ্ছে করে;
আমি বোধহয় পুরোপুরি মানুষ নই
মাটি দিয়ে বানানোর সময় ওপরওয়ালা কিছু পাথর মিশিয়ে দিয়েছিলো কি আমার মাঝে?
বুক ধুকপুক থেমে গেলে একবার কেটে দেখিস তো ওখানে হৃদয় না পাথর আছে?
তারপর শুইয়ে দিস মাটির কবরে;
কে জানে? ওখানেও হয়তো অট্টহাসি হাসবো তোরা কাঁদতে কাঁদতে ফিরে এলে;
আমি কিছু লিখলেই তোর মন কবিতা
এত ভালোবাসিস কেন রে বোকা?
loading...
loading...
সুন্দর কবিতা।
loading...
মাটি দিয়ে বানানোর সময় ওপরওয়ালা কিছু পাথর মিশিয়ে দিয়েছিলো কি আমার মাঝে?
বুক ধুকপুক থেমে গেলে একবার কেটে দেখিস তো ওখানে হৃদয় না পাথর আছে?
তারপর শুইয়ে দিস মাটির কবরে;——-চমৎকার কবি
loading...
সৌন্দর্যময় কথামালা ।
loading...
মজাই মজা। শুধুই মজা আর মজা। কেউ আবার বিশেষ মজা করতে গিয়ে ভোগ করে কঠিন সাজা।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি।
loading...
অন্যরকম
ভালো লাগল
loading...