অম্লান স্মৃতিসূধা

৯ই মে, ২০১৮ বিদায় অনুষ্ঠানটি (স্নাতক) জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। দীর্ঘ সময়ের সহপাঠীদের ভালবাসা আর আদর সোহাগে সত্যিই অভিভূত হয়েছি। কত গ্রেডে উন্নীত হয়েছি সেটি আজ গুরুত্বপূর্ণ নয়, যে ভালবাসা, শ্রদ্ধা, স্নেহ ও মমতায় সিক্ত হয়েছি তা অম্লান। জীবনের এই আনন্দঘন মাহেন্দ্রক্ষণে নিজেকে সত্যি ভাগ্যবান মনে হচ্ছে কারণ, আমার এই স্বল্প পথচলায় যা পেয়েছি তা জীবন প্রবাহ ধারাকে ভবিষ্যত সম্ভাবনায় এগিয়ে যেতে রসদ যোগাবে। যাদের ভালবাসা আর বিনিময়হীন মঙ্গল কামনায় আমার এই গৌরবময় অর্জন সেই প্রিয় মা-বাবা, ভাই, স্বজন আর প্রতিবেশী। যাদেরকে আজ বুক ফুলিয়ে স্বরণ করছি আনন্দের সাথে।
শ্রদ্ধার সাথে স্বরণ করছি মরহুম আলহাজ্ব অধ্যাপক মুহাম্মদ ফরিদ উদ্দিন খান-স্যারকে। যার পার্শ্বে দাঁড়ানোর সুযোগ পেয়ে নিজেকে ঋদ্ধ করেছি। আজ এই বিজয়ের গল্প তিনি শুনতে পারলে অনেক খুশি হতেন এবং নিজেকে ধন্য মনে করতাম। সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সামাদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম খান, লে.কর্ণেল. এএফএম খাইরুল বাসার, মোহিত প্রধান, ড. নাজিম উদ্দিন স্যারদ্বয়কে মনে পড়ছে যাদের সহযোগীতায় কর্মে থেকেও ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলাম।

ইউআইটিএস-এর স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোস্যাল সায়েন্সে (ইউআইটিএস) এর মাননীয় ডিন, এবং আমার প্রিয় সমাজকর্ম বিভাগের সম্মানীত বিভাগীয় প্রধান ড. আরিফাতুল কিবরিয়া ম্যাডাম জীবনে অম্লান হয়ে থাকবেন। যার অনুপ্রেরণা, দিকনির্দেশনা, মাতৃ আদর আর পিতৃস্নেহ, শাসন, ভালবাসা আর শুভ কামনায় সিক্ত হয়েছি। বিশ্ববিদ্যালয়ের জীবনে বিশ্বজোড়া স্বপ্ন দেখাতে যিনি সর্বদা সাহস দেখিয়েছেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবনে (অনার্স) যাদের পরশ পেয়েছি তারা হলেন- অধ্যাপক ড. কে.এম সাইফুল ইসলাম খান, মোহিত প্রধান, ড. আরিফাতুল কিবরিয়া, জাকিয়া সুলতানা, অধ্যাপক ড. এস.আর. হিলালী, ড. নাজিম উদ্দিন, নিঝুম ম্যাডাম, সিলভিয়া খৃষ্টীনা গমেজ, তানিয়া তাবাস্সুম তানু, পিংকি দত্ত, অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, কাজী তাছলিমা নাসরিণ জেরিণ, ওয়াহিদুর চাঁদ প্রমূখ।

আমার ছোট্ট বেলার প্রিয় বন্ধু সিফাতুল্লাহ। যার সাথে আজও একপথে চলছি। ফার্মেসি বিভাগের বিশ্বজিৎ ভাইকে মিস করছি। যার সাথে সুদীর্ঘ সময় একই বিছানায় রুমমেট হিসেবে থাকার ও ২ সেমিস্টার পড়ার সুযোগ পেয়েছি। রায়হান, মুসরাত-কেও খুব মিস করব জীবনের চলমান পথে।

আমি যাদের সাথে একই ছাদের নিচে বসে অধ্যায়ন করেছি বিশ্ববিদ্যালয়ে আমার প্রিয় বিভাগের শিক্ষার্থীবৃন্দ- অগ্রজ সাদিয়া আপু, জেমি আপু, স্নেহাস্পদ- নাইম, সানজিদা, লিমা, আলমগীর, কামরুন্নাহার, মরিয়ম, শারমিন, সাব্বির, টিশা, নেছার, স্নিগ্ধা, সম্পা, মাহমুদুল হাসান, রাকিব, স্বর্ণালতা (ডি মারিয়া) আর আমার সহপাঠী- মাবেয়া, সিফাত, স্বর্ণা, মিষ্টি-কেও খুব মিস করব।

জীবনের অবুঝ বেলা হতে কণ্টকময় জনাকীর্ণ পথ চলার অসম্ভাব্যতা থেকে আজ বিশ্ববিদ্যালয়ের (অনার্স) ডিগ্রি অর্জন করেছি। যা সফল হতে অবদান রেখেছেন শিক্ষা জীবনে প্রাইমারী হতে অদ্য পর্যন্ত গুণীজনেরা। সোনাপুরা রেজিঃ বেসঃ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম বহুবছর পূর্বে। কালাম স্যারের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত হতো। ফারুক স্যারের বেতের মারের ভয় আজও মনে পড়ে। স্কুলের দুষ্টামি গুলো আজ বড্ড মিস করছি। তৃতীয় শ্রেণীর পর আর সুযোগ হয়নি প্রাইমারিতে পড়ার। অতঃপর চলে আসলাম বাড়ির পার্শ্বে ইবতেদায়ী মাদ্রাসায়। আজ আমি যেই নামে পরিচিত (মোঃ সাইদুর রহমান) এটি দিয়েছিলেন শ্রদ্ধেয় হাবিবুর রহমান স্যার। যিনি আজও আমাকে গ্রামের পথে দেখা হলে বুকে টেনে নেন। আমাকে নিয়ে গর্ব করেন।

সুবিদখালী দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম ২০০৫ সনে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আবদুল আযীয নেছারী (রহ.) হুজুরের সান্নিধ্যে দীর্ঘ সময় থাকার সুযোগ পেয়ে নিজেকে ধন্য করতে পেরেছি। মাদ্রাসার বোর্ডিং সুপার এবং স্বনামধন্য শিক্ষা শ্রদ্ধেয় মাওলানা খলিলুর রহমান হুজুরের চোখ রাঙানি আর ভালবাসা আজ অর্জিত গল্পের বিশেষ দাবীদার। কত শিক্ষার্থীকে হারিয়ে যেতে দেখেছি জলজ্যান্ত চোখে। প্রিন্সিপ্যাল হুজুর, মোশারফ ভাই, লতিফ ভাই -কেও আজ শ্রদ্ধার সাথে স্বরণ করছি। মোশাররফ ভাইয়ের সাথে দীর্ঘ সময় একত্রে থেকেছি। লতিফ ভাইয়ের অগাধ দয়া করে আমাকে রাইচ মিলের কাজ শিখিয়ে দীর্ঘদিন কাজ করার সুযোগ করে দিয়েছিলেন।

আশা করি সবার শুভ কামনা নিয়ে এগিয়ে যাবো আগামীর পথে। আর আমাদের অনুজদের জন্যও রইলো আন্তরিক প্রীতি।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৯ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৬-০৬-২০১৮ | ১৬:২১ |

    যে সময়টা পেরিয়ে এলেন এটাই ছিলো জীবনের শ্রেষ্ঠ এবং সোনালী সময়। সময় চলে যায়; ফেরেনা কখনও। আপনার মাধ্যমে আপনার সকল শিক্ষকবৃন্দ, সহপাঠী এবং আশেপাশের সমমনা মানুষদের আমরাও জানাই ভালোবাসা সম্মান এবং শ্রদ্ধা।
    ধন্যবাদ মি. সাইদুর রহমান। মানুষকে ভালোবাসুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • সাইদুর রহমান১ : ২৬-০৬-২০১৮ | ১৬:২৮ |

      শুভেচ্ছা নিবেন প্রিয় গুরু, সেটাই করতে চাই। ইনশাআল্রাহ।

      GD Star Rating
      loading...
      • মুরুব্বী : ২৬-০৬-২০১৮ | ১৬:৪৮ |

        ইনশাআল্লাহ। Smile

        GD Star Rating
        loading...
  2. রিয়া রিয়া : ২৬-০৬-২০১৮ | ১৭:১১ |

    জীবনের দারুণ একটা সময় পেরিয়ে এলেন দাদা। আগামী দিনের পথচলা নির্বিঘ্ন হোক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
    • সাইদুর রহমান১ : ২৬-০৬-২০১৮ | ১৮:৪৮ |

      আপনাদের শুভেচ্ছা আমার বেড়ে ওঠার পাথেয়। 

      GD Star Rating
      loading...
  3. ইলহাম : ২৬-০৬-২০১৮ | ২০:৩৬ |

    জীবনের একটি গুরুত্বপুর্ন সময় পেরিয়ে এলেন। মসৃণ হোক আপনার আগামীর পথ চলা। শুভেচ্ছা নিরন্তর প্রিয় সাইদুর ভাই!!!

    GD Star Rating
    loading...
  4. আলমগীর সরকার লিটন : ২৭-০৬-২০১৮ | ১০:২৫ |

    অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই

    GD Star Rating
    loading...
    • সাইদুর রহমান১ : ২৭-০৬-২০১৮ | ১৩:২৬ |

      আপনাদের শুভেচ্ছা আমাকে নিরন্তরভাবে এগিয়ে যেতে রসদ যোগাবে।

      GD Star Rating
      loading...