জীবনের টুকরো গল্প

আজ অনেকদিন পর চারুবাবুর মোড় পেরিয়ে পুবে যেতে যেতে উত্তরে দৃষ্টি গেল। হায় সেই পুরোনো দালানগুলো নেই। দূরে কালি মন্দির একাকী দাঁড়িয়ে আছে শুধু। রতন দাশ’এর কথা মনে পড়ে গেল। তখন স্কুলের শেষের দিক, মাথায় বেঞ্জু বাজানোর ঝোঁক চেপে বসেছে। রেলবাজার-বড়বন্দর থেকে ভারতের ম্যামোলা কোম্পানি’র একটি বেঞ্জু কিনেছি। ডানহাতে টিংটিং শব্দ হলে বাঁ-হাতের রীড থেমে যায়। সপ্তাহ দুয়েকের মধ্যে সেই সমস্যা দূর হলো বটে, কিন্তু পরিচিত গানের সুর তুলতে পারি না। একদিন চকবাজারে বসবাসকারি সহপাঠি বীরেন্দ্র নাথ বিশ্বাস বলল, –

‘রতন দাশ’এর সঙ্গে তোর পরিচয় করিয়ে দেব, ও কিন্তু যে-কোনো গান শুনেই সুর তুলতে পারে।’

একদিন সত্যি সত্যি রতন দাশ’এর কাছে থেকে স্বরলিপি লিখে নিতে শুরু করলাম। ডায়রির পাতা স্বরলিপিতে ভরে উঠল। তারপর একদিন রতন দাশ আমার কাছে শেখা শুরু করল। সেই রতন দাশ নেই। কোথায় গেছে জানি না। তবু তার কথা মনে পড়ল। কেননা রতন দাশ শেষে আমার সিনিয়র বন্ধু হয়ে গিয়েছিল। উনিশ শ পচাত্তর’এর কোনো এক সময়ে জেলা অডিটরিয়ামে প্রোগ্রাম শেষে রতন দাশ বলল, –

‘যে গান বাজালি তার স্বরলিপি লিখে দিস্ তো।‘

লিখে দিয়েছিলাম খুব যত্ন করে। তারপর জীবন আর পৃথিবীর বুকে খুদ কুড়োতে কুড়োতে কোথায় হারিয়ে গেছে আমার সাধের সুর আর স্বরলিপি মনে নেই। আজ দুচোখ ভিজে উঠল। হায় কি আনন্দের ছিল দিনগুলো! আর আজ…? রতন দাশ’কে একবার পেলে বলতাম, আমার গানের স্বরলিপি অচেনা হয়ে গেছে বন্ধু।

(১৩.৪.১৫)

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৭ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৬-০৫-২০১৮ | ৮:২০ |

    যে বয়স এবং সময় আমরা পেরিয়ে চলেছি … সেখানে সব স্মৃতির উপর কেবল ধুলো আর ধুলো। মনে হবে 'কত কথাই না বলা হলো না !!' জীবনকে যদি রিউইন্ড করা যেতো !!

    GD Star Rating
    loading...
    • মাহবুব আলী : ২৬-০৫-২০১৮ | ৮:২৩ |

      ঠিক মুরুব্বী ভাই। ওয়ান টাইম বলপয়েন্ট জীবন। ভালো থাকুন সারাদিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      GD Star Rating
      loading...
      • মুরুব্বী : ২৬-০৫-২০১৮ | ৮:৪৪ |

        আপনিও ভালো থাকবেন প্রিয় মাহবুব আলী ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

        GD Star Rating
        loading...
      • মাহবুব আলী : ২৬-০৫-২০১৮ | ১৯:৪৭ |

        অনেক কৃতজ্ঞতা।

        GD Star Rating
        loading...
  2. একজন নিশাদ : ২৬-০৫-২০১৮ | ১১:০৫ |

    আমার গানের স্বরলিপি অচেনা হয়ে গেছে বন্ধু।

     

    পেছনে তাকালেই মন আনমনা হয়ে যায়।

    GD Star Rating
    loading...
    • মাহবুব আলী : ২৬-০৫-২০১৮ | ১৯:৪৯ |

      ঠিক। স্মৃতি সবসময় বেদনার। শুভকামনা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      GD Star Rating
      loading...
  3. রিয়া রিয়া : ২৭-০৫-২০১৮ | ১২:১৭ |

    এমন কত শত স্মৃতি আমাদের ঘিরে থাকে আজীবন।

    GD Star Rating
    loading...