কোটা সংস্কার এবং আমি

কোটা সংস্কার এবং আমি

আমার জন্ম স্বাধীন বাংলাদেশে। দেশের প্রতি আমার ভালোবাসা সব কিছুর উর্ধ্বে। এবং গৌরবময় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা লালন করি।

যখনই দেশে কোনো সংকট তৈরি হয় নিজের মতো করে একটা সমাধান খুঁজি। প্রচলিত সরকারী চাকুরিতে কোটা থেকে মুক্তিযোদ্ধা কোটা সম্পূর্ণ ভাবে বাদ দিয়ে বাকি কোটা বহাল রেখে কোটা সংস্কার করা সম্ভব।

মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান এবং প্রেষণা দেবার জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালায়ের মাধ্যমে সঠিক মুক্তিযোদ্ধাদের একটা ডাটাবেজ তৈরি করে। প্রয়োজন অনুসারে তাদের সন্তান এবং নাতি পরিবার ভিত্তিক একজনকে চাকুরি দেয়ার ব্যবস্থা করা যেতে পারে। এবং ভাতা সহ আর যাবতীয় সুবিধা তো থাকছেই।

যেহেতু মেধার কোন বিকল্প নেই তাই জন প্রশাসন মন্ত্রনালয় বিসিএস এর জন্য আলাদা দুটি পরীক্ষার ব্যবস্থা করবে:

১। মুক্তিযোদ্ধা পরিবার বিসিএস ( ১০০% মুক্তিযোদ্ধা কোটা )
* ১৯৭১ থেকে সময় হিসেব করে একটা যুক্তিসঙ্গত সময় পর্যন্ত। মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে আগামী পাঁচ অথবা দশ বছর। সকল কে উদার ভাবে এই বিশেষ বিসিএস মেনে নিতে হবে।
এরপর এই পরীক্ষা বিলুপ্ত হবে।

২। নিয়মিত বিসিএস ( নারী, উপজাতি, প্রতিবন্ধী কোটা )

মুক্তিযোদ্ধা পরিবার বিসিএস পরীক্ষায় শুধু মাত্র তারাই অংশগ্রহণ করতে পারবে যারা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় হতে সঠিক মুক্তিযোদ্ধা বলে সনদ প্রাপ্ত তাদের সন্তান বা নাতি। মেধার ভিত্তিতে যে যেখানে যোগ্য সেখানে তাকে নিয়োগ দিতে হবে।

আর নিয়মিত বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধার সন্তান সহ সকলে অংশগ্রহণ করবে। এখানে সীমিত ভাবে নারী, উপজাতি ও প্রতিবন্ধী কোটা বহাল থাকবে। এখানে সমতা এবং মেধার প্রতিযোগিতা হবে। মেধা ভিত্তিক নিয়োগ হবে।

করিম ও রহিম কে এক টেবিলে খাবার দিয়ে করিমের প্লেটে ইলিশ আর রহিমের প্লেটে পাঙ্গাস দিলে সেটা চরম বৈষম্য। যতোই যুক্তি দেয়া হোক রহিমের জন্য এটা মেনে নেয়া সহজ না।

যেখানে সুবিধা দিতে চান দিন। যেখানে সমতার প্রশ্ন সেখানে ব্যক্তিবিশেষে সুবিধা দেয়া বন্ধ করুন। সমতা থাকলে সংঘাত থাকবে না।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২২-০৪-২০১৮ | ২১:২৪ |

    প্রস্তাবিত নিয়ম এমনটা হলেও আমার মনে হয় না সমস্যার সুষ্ঠু সমাধান সম্ভব। তবে ব্যক্তিগত এমন আরও আরও প্রস্তাবনার সমন্বয়ে নিশ্চয়ই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  2. আলমগীর সরকার লিটন : ২৩-০৪-২০১৮ | ৯:২৯ |

    খুব সুন্দর লেখেছেন রুবেল দা

    এই কোটা আরও আগে সংস্কার করা প্রয়োজন ছিল

    অনেক শুভ কামনা জানাইhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ২৩-০৪-২০১৮ | ২০:১০ |

    সমতার প্রশ্নে ব্যক্তিবিশেষ অথবা শ্রেনী গোষ্ঠিকে সুবিধা দেয়া বন্ধ করা উচিত। কেননা সমতা থাকলে সংঘাত থাকবে না। এই কথায় সহমত জ্ঞাপন করছি।

    GD Star Rating
    loading...