সেল্ফ সাফিশিয়েন্ট হয়ে ওঠার কতরকমের পথই না রয়েছে! কিন্তু সেই পথকে অনেক সময়েই সেলফিশ পথ মনে হলেও সমাজ সংসারে সেলফ-মেড মানুষদের চিরকালই কদর রয়েছে। কিন্তু সাম্প্রতিক কালে সেল্ফ সেলিব্রিটি হয়ে ওঠার নতুন এক ফিকির চালু হয়েছে। আজকের আলোচনা তাই সেলফি নিয়েই। সংবাদপত্র চালু হওয়া আর ক্যামেরা আবিষ্কার হওয়ার পর থেকে এই সেদিন অব্দিও বিখ্যাত মানুষজনদের ছবিই শুধু বিভিন্ন মাধ্যমে দেখা যেত। যে ছবিগুলি তোলার জন্যে পেশাদার ফটোগ্রাফারদের ডাক পড়তো। কিন্তু বিজ্ঞান প্রযুক্তি তো আর কোথাও থেমে থাকে না। তাই চালু হয়ে গেল সেলফি! কি দারুণ ব্যাপার! নিজের মোবাইল। নিজেরই লেন্স! নিজেই তোলো। আর আপলোড কর। তারপর! ওয়ালে পোস্ট আর আমাকে দেখুন!
এই ‘আমাকে দেখুন’ বিষয়টি সাম্প্রতিক কালে সবচেয়ে বেশি হিট কনসেপ্ট! এবেলায় দেখুন, ওবেলায় দেখুন। বাড়িতে দেখুন, গাড়িতে দেখুন। এ শাড়িতে দেখুন ও শাড়িতে দেখুন। এর সাথে দেখুন ওর সাথে দেখুন। হাসতে দেখুন, হাসাতে দেখুন। নাচতে দেখুন, নাচাতে দেখুন। বাজতে দেখুন, বাজাতে দেখুন, রাঁধতে দেখুন, খাওয়াতে দেখুন। মঞ্চে দেখুন, লঞ্চে দেখুন। ট্রেনে দেখুন, প্লেনে দেখুন। অফিসে দেখুন, মলে দেখুন। না মলত্যাগে দেখুন অব্দি অতদূর গড়ায় নি এখনো। তবে ভবিষ্যতের কথা কে বলতে পারে? কিন্তু দেখতে হবে। দেখাতে হবে। যা দেখাবো দেখবে তবে। যত বেশি দেখাতে থাকবেন, তত বেশি সেলিব্রেটি!
এই যে সারাদিন ধরে অক্লান্ত সাধনায় নিজেকে দেখানোর প্রয়াস, সমাজ সংসারে এ কিন্তু সত্যই এক নবতম সংযোজন। কখন কবে কে কোথায় আপনার ফটো তুলবে, সেই ফটো আবার খবরের কাগজে ছাপা হবে কি হবে না, না এত কিছু যদির জন্যে বসে থাকার দিন শেষ। হাতে মোবাইল তোল ছবি দাও পোস্ট। গোনো লাইক। সেল্ফ হেল্পের কি অসাধারণ নমুনা, ভাবা যায়? কারুর পায়ে তেল দেওয়ার দরকার নাই। আপন হাত জগন্নাথ! শুধু ক্লিক করে যেতে হবে সারাদিন। বলা যায় না, আপনার ভাগ্যও কখন কোথায় কিভাবে ক্লিক করে যায়? কে বলতে পারে!
হ্যাঁ এই ক্লিক করতে করতে আপনার পরকালের টিকিটও কনফার্ম হয়ে যেতেও পারে। অনেকেরই গিয়েছে। সেল্ফ ওয়ে টু রীচ দ্য হেভেন! সেলফি তুলতে তুলতে সেল্ফলেস পরকালে পৌঁছিয়ে যাওয়ার রাস্তাটিও সুগম হয়ে উঠছে অনেকেরই। অনেকেরই উঠবে। তবু ক্লিক করা থামলে চলবে কেন? আপনি থামালে অন্যেরা যে সব লাইক আর কমেন্ট বগলদাবা করে নিয়ে যাবে? তখন? আপনি পড়ে রইলেন সেই মান্ধাত্বার বাবার আমলে। স্মার্টফোন আর স্মার্টকার্ডের যুগে অতটা আনস্মার্ট হওয়া কি পোষাবে আপনার? সেটাই আসল কথা। তাই শুধু দেখিয়েই যেতে হবে নিজেকে। না দেখালে কি আর আপনাকে দেখবে কেউ?
তাই আমাকেই নিজেকে দেখিয়ে যেতে হবে নিরন্তর। কিন্তু এই ভাবে নিজেকে দেখাতে দেখাতে আমরা যে কখন আমার পাশের মানুষটিকে দেখতে ভুলে যাচ্ছি, সেকথা ভেবে সময় নষ্ট করা চলবে কি? নিন্দুকেরা যতই বলুক সেলফি তুলতে তুলতে সেলফিশ!
loading...
loading...
মোদ্দা কথা জীবনকে উপভোগ করতে হয় কি করে সেটাই আগে বুঝতে হবে।
loading...
জীবন নিয়ে ভাল লেখা উপহার দাদা।
loading...