প্রোক্রাস্টেস এর বিছানা

প্রোক্রাস্টেস এর একটা সরাইখানা ছিল। সেইটা ছিল এথেন্স এবং ইলিউসিস এর পথের ধারে। প্রোক্রাস্টেস এর অতিথি সৎকার ছিল গতানুগতিক পদ্ধতির বাইরে। সে পথিকদের ধরে নিয়ে আসত আর বেশ খানাপিনা করাত। তারপর তাকে শুতে দিত বেশ আরামদায়ক বিছানায়। শর্ত ছিল যে খাটে শুবে সেই খাটে একদম এঁটে যেতে হবে। যদি কেউ খাট থেকে লম্বা হত প্রোক্রাস্টেস তার পা কেটে নিত। আর কেউ যদি খাট থেকে ছোট হত তবে তাকে অদ্ভুত উপায়ে টেনে লম্বা করত। কোন উপায়েই পথিকদের জীবিত থাকার কোন উপায় ছিল না। প্রোক্রাস্টেস এর খাটে কেউ খাপেখাপ মিলে শুইতে পারছে এই ধরনের রেকর্ডও নাই। এই সবই হল গ্রীক পুরাণের কিচ্ছা।

আমাদের জামানায় আমরাও কিন্তু প্রোক্রাস্টেস এর মত চিন্তা করি। ধইরা নেই যে কোন কিছু আমাদের ধরে নেয়া স্টান্ডার্ডের মতই হবে। এর বাইরে কিছু নাই। থাকলে সেইটা ধইরা বাইন্ধা আমরা আমাদের স্টান্ডার্ডের মাঝে সেট করে নেবই। কিন্তু কখনই আমাদের চিন্তার সীমাবদ্ধতা ভেবে দেখব না। আমরা আমাদের স্কুলে ভর্তি হই বা ভর্তি করাই সবাইকে একই ছাঁচে গড়ে তোলার জন্য। স্কুলে ভর্তি করানো আমার কাছে অনেকটা প্রোক্রাস্টেস এর বেডে শোয়ানো। স্কুলে বাচ্চাদের মেধা ও বুদ্ধি অনুসারে কারিকুলাম তৈরি করা হয় না। বরং বাচ্চাদেরকেই স্কুলের কারিকুলাম মেনে চলতে হয়।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০২-০৪-২০১৯ | ১০:০১ |

    একবিংশ শতকের একদম গোড়া থেকেই এই প্রোক্রাস্টেস এর বিছানা থিম এর অবাধ বিচরণ শুরু হয়েছে আমাদের দেশে। বর্তমানে পারফেক্টলি এই অস্থিরতা পুরোপুরি স্থায়ীত্ব পেয়েছে সমাজ এবং সংসারে। দিন কয়েক আগে ভারতীয় মুভি 'হিন্দী মিডিয়াম' চলচ্চিত্রটিতে এরই এক বাস্তব প্রক্ষেপণ দারুণ ভাবে উপস্থাপন করা হয়েছে।

    অনেকদিন পর মি. আনু আনোয়ার এর পোস্ট শব্দনীড় এ অলঙ্কৃত হয়েছে। গ্রেট। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • আনু আনোয়ার : ০৩-০৪-২০১৯ | ১২:১১ |

      আপনার সুন্দর মন্তব্য পোস্টটিকে আরো ক্লিয়ার করেছে। অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাই। 

      আর আমাদের সমাজ রাষ্ট্রের চিনতা ভাবনা সহজ ও সুনদর হোক।          

      GD Star Rating
      loading...
  2. রিয়া রিয়া : ০২-০৪-২০১৯ | ১০:০৫ |

    সর্ব ভারতেও এই একই প্রতিযোগিতা চলে যাচ্ছে বহুকাল।

    GD Star Rating
    loading...
    • আনু আনোয়ার : ০৩-০৪-২০১৯ | ১২:১৪ |

      আমাদের এ থেকে বেরিয়ে আসতে হবে, আপু।    

      GD Star Rating
      loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ০২-০৪-২০১৯ | ১৯:৪৫ |

    অসাধারণ উপস্থাপনা আনু আনোয়ার ভাই। আমরা আমাদের স্কুলে ভর্তি হই বা ভর্তি করাই সবাইকে একই ছাঁচে গড়ে তোলার জন্য। ঠিক বলেছেন।

    GD Star Rating
    loading...
    • আনু আনোয়ার : ০৩-০৪-২০১৯ | ১৩:১৫ |

      আমরা এরকম অনেক বিষয়ে প্রোক্রাস্টেনিয়ান ধারণা পোষণ করি।

      ধন্যবাদ কবি।      

      GD Star Rating
      loading...
  4. শাকিলা তুবা : ০২-০৪-২০১৯ | ২১:৩১ |

    স্কুলে বাচ্চাদের মেধা ও বুদ্ধি অনুসারে কারিকুলাম তৈরি করা হয় না। বরং বাচ্চাদেরকেই স্কুলের কারিকুলাম মেনে চলতে হয়। দুঃখজনক।  Frown

    GD Star Rating
    loading...
    • আনু আনোয়ার : ০৩-০৪-২০১৯ | ১৩:১৭ |

      দুঃখজনক। 

      ধন্যবাদ ক।     

      GD Star Rating
      loading...
  5. সুমন আহমেদ : ০২-০৪-২০১৯ | ২১:৩৪ |

    কাব্য রূপ দিই। শ্বাশত এই বিষয়টি এখন সামাজিক সর্বজনীন গ্রহণীয় হয়ে উঠেছে। মেনে নিয়েছে সবাই। অখচ শিক্ষা পরিবেশের পূর্ণমূল্যায়ণের দাবি থাকলেও তা কখনও সোচ্চার হয়ে ওঠেনি।

    GD Star Rating
    loading...
    • আনু আনোয়ার : ০৩-০৪-২০১৯ | ১৩:১৮ |

      যথাযথ বলেছেন কবি সুমন ভাই। 

      ধন্যবাদ জানাই।    

      GD Star Rating
      loading...