স্মৃতির পিছুটান-১

প্রিয় “ম”, কেমন আছো..!
অনেক দিন বাদেই তোমায় মনে পড়লো,
কত সূর্য ওঠা দিন গেল,কত নির্ঘুম রাত গেল-
হিসেব করলে বছর খানেক হবে হয়তো..।।

আজ অনেকদিন বাদেই, বিশেষ কোনো প্রয়োজনে নয়-
অনাকাঙ্খিত কোনো অতিথির প্রশ্নোত্তরে তোমার জন্ম হলো,
গল্পে গল্পেই পরিচয়-ঠিক তোমার আমার মতো..।।
আজ শুধু তুমি নও, মনে পড়লো নীল রঙে টিশার্টে কাটানো-
শীতার্ত কপোত কপোতীর কয়েকটা অদ্ভুত শীতের সকাল।

মনে পড়লো-রংতুলি পুরানো গান পুরানো অভ্যাস সিগারেট,
বরাবরই অপছন্দ জানি-তাইতো এখনো-
অপেশাদারী সিগারেট টানার অভ্যাসটা রেখেই দিয়েছি…।।

প্রিয় “ম”, কেমন আছো..!
মনে পড়ে কি কিছু..!
ভালো থেকো বলেছিলাম,তবুও স্মৃতিগুলো ছাড়ে নি পিছু…।।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ৩০-১০-২০১৭ | ১৪:৫৫ |

    শব্দনীড় এ আপনার যে কয়টি লিখা প্রকাশিত হয়েছে প্রত্যেকটিই যথেষ্ঠ বিরহ রোম্যান্টিক ঘরানার। আমার এই পৌঢ় বয়সেও দেখছি ভালোই লাগে। শুভেচ্ছা কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Confused.gif.gif

    GD Star Rating
    loading...