তোমার আজ মন খারাপ বালিকা-২

তোমার আজ মন খারাপ বালিকা..!
সেদিনের সেই ছেলেটি আজ বড্ড বেশিই স্বার্থপর তাই না..!
খুব জানতে ইচ্ছে করে, তুমি এখন কি ভাবো তাকে নিয়ে..!
আমি আজ অবাক হই-
একদিন না এই ছেলেটাই তোমার জন্য কেঁদেছিলো..!
খুব ভোরের ট্রেন ধরে এসেছিলো তোমায় দেখবে বলে…!
শুধুমাত্র এক পলক দেখার জন্য হন্যে হয়ে ছুটেছিলো ব্যস্ত রাস্তায়…!
এই না সেই ছেলেটা, যাকে তুমি হ্যা তুমিই বলেছিলে-
বড্ড বেশিই পাগল তুমি-ভালবাসি তোমায়..।।
তোমার আজ মন খারাপ বালিকা…!
আকাশ দেখাতে তোমার বড্ড বেশি উদাসীনতা জানি,
আকাশ না হয় নাইবা দেখলে-
বরং তুমি সেই ছেলেটাকে অভিশাপ দাও-
যে অভিশাপে চোখের ভেতর অন্ধকার নেমে যাবে-
যে অভিশাপে বুকের বা পাশ দিয়ে চলে যাবে বুলেটের মতো কিছু অনুভূতি-
যে অভিশাপে সব হারিয়ে ছেলেটি হবে শূন্য-
দ্বারে দ্বারে ঘুরে চাইবে দুমুঠো অন্ন।।
এমন কিছু চাও বালিকা-
যেন ছেলেটা হয়ে যায় ভবঘুরে-
দেবদাস অথবা ভগ্ন রাজবাড়ীর মতো ভুতুড়ে-
অন্যথায় পোস্টারে দেওয়াল লিখনে পেপারের পাতায়-
একটাই কথা “বিচার চাই, এই প্রতাররকের বিচার চাই”
তোমার আজ মন খারাপ বালিকা…!
খুব জানতে ইচ্ছে করে, কারনটা কে..?
কে…? কে…? কে…….?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৮-১০-২০১৭ | ৮:৪৪ |

    তোমার আজ মন খারাপ বালিকা
    শিরোনামীয় কবিতাছত্রের ধারাবাহিকতা ভালো লাগছে পড়তে। হোক তা বিরহের। Smile

    অতি যতি চিহ্নের ব্যবহার এর ব্যাপারে সতর্ক হলে অনেক ভালো হবে মনে হয়।

    GD Star Rating
    loading...
  2. দাউদুল ইসলাম : ২৯-১০-২০১৭ | ১২:০৫ |

    পড়া > লিখাকে শাণিত করে
    তাই পড়ছি

    আপনিও পড়ুন বেশী বেশী… শুভ কামনা

    GD Star Rating
    loading...