বন্ধু তুমি তাকিয়ে দেখো
রক্তাক্ত আফগান!
বন্ধু তুমি তাকিয়ে দেখো
কাঁদছে আরাকান!
বন্ধু তুমি তাকিয়ে দেখো
জ্বলছে মায়ানমার!
বন্ধু তুমি তাকিয়ে দেখো
আর্তনাদ হাজার!
বন্ধু তুমি তাকিয়ে দেখো
দুলছে কাশ্মীর!
বন্ধু তুমি তাকিয়ে দেখো
বেদনায় চৌচির!
বন্ধু তুমি তাকিয়ে দেখো
রক্তে লাল ফিলিস্তিন!
বন্ধু তুমি তাকিয়ে দেখো
নেই তারা স্বাধীন!
বন্ধু তোমার হবে কি এবার
এভাবেই কি যাবে দিন?
বন্ধু তুমি কেনো যে বসে
মুখ করে মলিন!
বন্ধু আমার থাকলে বসে
আসবে না-যে সুদিন!
বন্ধু আমার কেঁদে কেঁদে
শোধ হবে না ঋণ!
বন্ধু আমার নিতে প্রতিশোধ
হও বিপ্লবী বীর,
ও বন্ধু আমার এগিয়ে দুর্বার
নয় আর স্থির।
বন্ধু আমার লড়তে হবে
বুকে নিয়ে তীর!
হও একেকজন সুলতান
সালাহ উদ্দিন আইউবীর।
আসুক ঝড়, আসুক বাঁধা
বুলেটে বুক হোক চৌচির!
তবুও আমরা চলবো দুর্বার
থাকবেই উঁচু শির।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
এমন সব লিখা মানুষের মনে লুকিয়ে চেতনাবোধ জাগ্রত করার জন্য যথেষ্ঠ। মানবিকতার জয় হোক। মনন এবং চেতনাবোধের জয় হোক। মনুষত্বের জয় হোক।
loading...