অস্ত্র

সুন্দরী নারীর সম্মোহনী শক্তির সাথে আমরা প্রায়শ পরিচিত। সুন্দরীর তুলনা শুধু আরেক সুন্দরী। তবে পরজনমে সুন্দরী হয়ে জন্মাতে ইচ্ছে করলে দোষের কি?

ভাবছেন, এ আবার কেমন কথা? কিন্তু সত্যি সত্যি একটু ভেবে দেখুনতো –
সুন্দরী নারীর কারণে কত রাজা হয়েছেন রাজ্যহারা!
কত যুবক জীবন উৎসর্গ করেছে উইপোকার মতো!

এসব তো পুরনো দিনের কথা, ইতিহাস।

আচ্ছা বলুন তো, গাছে তুলে মই কেড়ে নেয়ার সাধ্য কার?
কার হাসি দেখে ন্যাড়া বেলতলায় যায় বার বার ?
মুনি- ঋষির ধ্যান ভাংগে কে?

থাক, এসব কথা। এবার একটা গল্প বলি।
এক যে ছিলো সৎ অফিসার। নাম তার আলী নূর। আলী নূর ঘুষ খায় না, ঘাসও না। মাস যায়, মাছ খায় না। নিবেদিত মানুষ। কাজ অন্ত প্রাণ।

একদিন এক ঠিকাদার এসে বললো, স্যার, আপনি ঘুষ খান না, গুড। তবে কত খান না? হাজার? লাখ?
হাজার লাখ নূরের কাছে পাত্তাই পেল না।

অতঃপর শয়তান গেলো তার বউয়ের কাছে।
মেয়ে মানুষ শাড়ি পছন্দ করে না, গয়না পছন্দ করে না, তাই কি হয়?
বউ কাবু হলো। কিন্তু বউ নূরকে কাবু করতে পরলো না।

এবার এগিয়ে এলো ইবলিশ। সে ঘুষের বদলে পাঠালো এক সুন্দরী ষোড়শী। সমুদ্রের ঢেউয়ের মতো রূপ। তরমুজের ফলার মতো বাঁকানো ঠোঁট।আর সেই মায়াবী হাসি….

নূর নড়লো। নড়লো ফাইলও।

ফাঁদটা কার বা দোষটা কার? আলী নূরের? শয়তানের? রূপের? আবার, রূপ- সৌন্দর্যের কারিগরটাই বা কে? আর কেইবা বানায় বাঁকা ঠোঁটের অস্ত্র?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ১টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৯-০৮-২০১৭ | ৯:৪৮ |

    কহবৎ পুরনো দিন অথবা পুরনো ইতিহাস শুধু নয় …. এমন দৃশ্য সর্বকালের।
    সময়ের সাথে ফাশন বদলেছে কেবল বাকি সূত্র আদিকালের।

    শব্দনীড় এ স্বাগতম প্রিয় জালাল উদ্দিন মুহম্মদ ভাই।
    জানুয়ারিতে যাত্রা শুরু হলেও আগস্টে আপনার পোস্ট পড়লাম। সাথে থাকুন। Smile

    GD Star Rating
    loading...
    • জালাল উদ্দিন মুহম্মদ : ১৯-০৮-২০১৭ | ১০:০৬ |

      ধন্যবাদ ও শুভকামনা প্রিয়।

      GD Star Rating
      loading...
      • মুরুব্বী : ১৯-০৮-২০১৭ | ১২:১৪ |

        আশা করবো আপনার লিখা নিয়মিত পাবো।
        আপনার জন্য শুভকামনা। Smile

        GD Star Rating
        loading...