শ্রাবণে কালো মেঘ বৃষ্টি পড়ে রিমঝিম
অবিরাম বর্ষণে ঘরে বসে কাটে দিন
খানা দানা ভাল হলে সুখে আসে নিন
বর্ষার দিনগুলি অলস কর্মহীন।
খাল-বিলে অথৈ জল ভরে টইটুম্বর
সোনা-কুনো ব্যাঙ ডাকে রাত-দুপুর
ডগসা কাঁধে জেলে ছুটে অথৈ মাঠে
আইলে ফাঁদ জুড়ে মাছ পড়ে ঝাঁকে।
খলই ভরা মাছে দুপুরে বাড়ি ফিরে
হাতে শোল মাছ ডেরকা-পুঁটির ঝাঁক
হাট-বাজারে দেখা মিলে দেশি মাছ
জেলের মাছ ধরে সংসারে জুটে ভাত।
শ্রাবণে মেঘ দেখে গবাদিপশু ডাকে
গৃহিনী রান্নার কাজে খর কুটরা খুঁজে
গরম গরম মাছ ভাজা খেতে খুব মজা
বৃষ্টির দিনে ঘরে ঘরে চলে গল্প কথা।
শৈশব স্মৃতি মনে বৃষ্টির অলস দিনে
টুনটুনি-শালিক ভিজে ডালিম ডালে
আষাঢ়-শ্রাবণ শেষে বন্যার আভাস
শরৎ কালে কাঁশফুল ঋতুর বাহার।
বর্ষায় কদম ফুল গাছের ডালে দুলে
গাছে গাছে ডাওয়া পাকে বৃষ্টির মুল
মাঝিমাল্লা বৈঠা হাতে নৌকা ঘাটে
মানুষের কষ্ট বাড়ে বর্ষার দিন মাঠে ।
-০-
১১ আগস্ট/১৭ (সকালে)
loading...
loading...
“শ্রাবণে কালো মেঘ বৃষ্টি পড়ে রিমঝিম
অবিরাম বর্ষণে ঘরে বসে কাটে দিন
খানা দানা ভাল হলে সুখে আসে নিন
বর্ষার দিনগুলি অলস কর্মহীন।” _________
loading...