কিছু দিন ধরেই মনটা ভালো নেই। কি এমন কারন যে আমার ভালো লাগবেনা তাও সঠিক ভাবে বুঝতে পারতেছি না।
আজ একেবারে বেশী অসহনীয় লাগতেছে নিজের কাছে, কোন কাজে মন সঠিকভাবে দিতে পারিনা।
তার ভিতরে অফিসের কাজ, নিজের জন্য সময় বের করা, বন্ধুদের জন্য সময় দেয়া, সব কিছু ঠিকমত চল্লেও আমার দোস্তকে সময়টা ঠিকমত দিতে পারিনা। এই নিয়ে তার কোন অভিযোগও নাই। আমি বুঝতে পারিনা এই ভালো না লাগার কারন কি ?
মুক্ত হতে চাই এই টেনশন থেকে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সাহিত্যের বিচারে লিখাটিকে কোন মানদণ্ডে বিচার করলে সহনীয় হবে আমার জানা নেই। তবে এইটুকু মতামত আমি দিতে চাই … আমরা কিন্তু আমার বা আমাদের মনের কথা গুলোই কনসেন্ট্রেটেড আকারে লিখার বিভিন্ন রূপ দেই। আমি তুমি সে’র প্রবাহে লিখা বা ভাবের প্রকাশ কিন্তু সেই একই। ছন্দ পদ্য গদ্য আকার আয়তন সব মিলিয়ে নিজেকেই প্রকাশ করি।
কেবল সাহিত্য নির্ভর হলে একটি সামাজিক ব্লগ কতটা সামাজিক হয় জানিনা।
তবে ব্লগ তাকেই আমি বলি … আমাদের নিত্য দিনের সাধারণ কথার সাধারণ ডায়েরি।
ভালো থাকুন। ভালো রাখুন আপনার আশেপাশের মানুষদের মি. রাসেল মিরাজ।
loading...
মাঝে মাঝে এমন সময় যায়। নিজের জন্য সময় বের করুন, যা করতে ভাল লাগে, যা করলে প্রফুল্ল হয় মন তাই করুন।
ভাল থাকুন।
loading...