নগ্ন রাজপথে

জ্যোৎস্নার সংগ্রাম তখনও অবিরত জোনাকির বিরুদ্ধে, চাঁদের
জবাবদিহিতা সূর্যের প্রতি তীব্র হয়ে ওঠে, নক্ষত্রগুলো প্রচণ্ড গতিতে
ছোটে মাটির দিকে, দুয়ারে ছেয়ে যাওয়া তমাল
পিষ্ট হয় অপেক্ষারত প্রেমিকের পায়চারিতে;
তবে আজ রাতে তুমি কি আসবে?
সাদা ক্যানভাস আর তুলির আকর্ষণ ক্রমশ বিপরীত থেকে
বিপরীতমুখী- প্রত্যেকেই কর্মহীন-বেকার বসে ধুলোয় পুরোনো তাকে,
সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে গাঙচিলের ডানার রং বিবর্ণ, ওদিকে
কোনো এক অখ্যাত কবির উচ্চারণ- ‘এ যেন গতকালের দৈনিক এক!’
তবে আজ রাতে তুমি কি আসবে?
অবলা নারীর রূপে যদি আসো-
তবে আরও একবার ধর্ষিতা হবে তুমি
আমাদের এই নগ্ন রাজপথে।

এই কলঙ্ক তোমার নয়, আমার;
এই নতমাথা তোমার নয়, আমার;
এর দায়ভার তোমাদের নয়, আমার;
শুধুই আমার।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০২-০৮-২০১৭ | ১৯:৩০ |

    যে প্রকৃতির সন্তান হয়ে আমরা বেড়ে উঠেছি ক্রমশঃ; সেখানে এমন ছিলো না … যেখানে পারিপার্শ্বিক এবং সামাজিকভাবে আমরা নিজেদের এতোটা নিচে নামিয়ে আনার প্রতিযোগিতায় কখনও নামিনি। লজ্জাস্কর হলেও সত্য আমরা অনেক বদলে গেছি।

    কবিতায় প্রতিবাদ এবং অনুশোচনা ভালো এসেছে। শুভেচ্ছা মি. প্রবাল মালো।

    GD Star Rating
    loading...