তুমি কালো বলে তোমাকে ঘৃণা করছি না,
আমি দুঃখ পাচ্ছি তোমার মনটি কালো দেখে।
তুমি হতে পারতে সুগন্ধিময় কোনো কালোগোলাপ,
কিন্তু তুমি হয়েছো কালো কাল-কেউটে!
তোমাকে আমি কালো বলে অবজ্ঞা করছি না,
কিন্তু তোমার কালো-মনে বাসা বেধেছে কালব্যাধি!
তা-ই দেখে আমি এখন বড়ই বিমর্ষ,
বন্ধু, তোমার কালো-মনে কেন কালোব্যাধি?
আর তুমি তো বাইরে ভীষণ ফর্সা আর রাঙাপরী,
কিন্তু তোমার মনটি কেন এতো কালো?
তোমার ধবধবে-ফর্সা-রূপের আড়ালে কেন হাসে
অমাবস্যা-রাতের কালোজাদুর ডাইনী?
বাইরে তুমি ভীষণরকম সফেদশাদা,
আর ভিতরে জনমকালো বীভৎস-রূপের সমুদ্র!
বন্ধু, তোমাকেই বলছি:
হৃদয়টাকে কর তুমি আলোকিত-ফর্সা,
তোমার কালোর মাঝে হাসবে সফেদ-সুন্দর।
কালোভ্রমর ভালোবাসি, কালোচোখ ভালোবাসি,
কালোচুল ভালোবাসি, কালোগোলাপও ভালোবাসি,
কিন্তু কালো-মন কখনও ভালোবাসতে পারি না,
আর কালো-মন কেউ কখনও ভালোবাসে না।
বন্ধু, তোমার মনটি কেন এতো কালো?
আর কালোর মাঝে কবে হাসবে সফেদ-সুন্দর?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৮/০৭/২০১৭
loading...
loading...
আপনার লিখা এবং লিখায় ব্যবহৃত ইলাস্ট্রেশন বরাবরই সুন্দর।
এ ক’দিন কোথায় ছিলেন এবং কেমন ছিলেন !! শব্দনীড় আপনাকে মিস করেছে।
loading...
অনেক-অনেক ধন্যবাদ, ভাইজান।
এ কয়দিন নানান চিন্তায় ছিলাম।
এখন মুক্ত।
আমাকে মিস করায় চিরকৃতজ্ঞ।
সবশেষে আপনাকে শুভেচ্ছাসহ
loading...
loading...
loading...