মুছে ফেলো স্মৃতিরাশি, কাগজের নৌকায় ভাসাও পাতার শরীর
গতরাতে বেশ্যার ঘরে মরেছে ফ্রয়েড লজ্জায় ও ক্ষোভে
কবিতার সাথে কবির হয়েছে অন্ধকারে রক্তচোখা দৃষ্টি বিনিময়
না গো প্রিয় নারী, রক্ত নয়- শরীরে লেগেছে বেশ্যার সিঁদুর
–
শোনো আর না শোনো- ওদিকে ভ্রুক্ষেপ করে না কবন্ধ প্রেমিক
ফুলের বাগানে প্রস্ফুটিত কলি আসে অলি অরণ্যে নব পল্লব
রাত্রিহর্ষক ঘোর অন্ধকারে শিকার করে চন্দ্র নয়- ক্ষুদ্র জোনাকি
কেটে যায় নষ্ট সময়, রক্ত নয়- শরীরে লেগেছে বেশ্যার সিঁদুর
–
ভুলি না, একদা রাজপথ পেছনে ফেলে এসেছি রবীন্দ্রনাথে
মাথায় থাক রবীন্দ্রনাথ- এই বলে হেঁটেছি রেলপথ হাতে ছিল হাত
পোড়া কপালে ফ্রয়েড শেষে তুমি মরলে অন্ধগলিতে বেশ্যার ঘরে
জেনো, রক্ত নয়- বুকের গভীর ক্ষতে সুচতুর বেশ্যার সিঁদুর
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কবিতার শেষ লাইনটি মাথায় রেশ হয়ে আছে।
যথেষ্ঠ পরিচ্ছন্ন বক্তব্য এবং পরিশীলিত উপস্থাপনা। শুভ সন্ধ্যা কবি।
loading...