প্রেমহলাহল

বিষন্ন এই দিন কেটে যায়
যাবার কথা হয়তো আছে,
ধ্বংসস্তুপে নুড়ি কুড়াই
গড়বো প্রাসাদ ধুলোর মাঝে।
.
আমি আমার প্রাসাদ জুড়ে
দেখেছি কেবল মৃতের ছায়া,
তুমি তোমার স্বপ্নপুরে
খুঁজছো কেবল মায়ার কায়া।
.
দিনের আলো শেষ হলো আজ
আমি অন্ধকারে বিপথগামী,
স্বপ্নগুলো লুট হলে কি
তবেই আমরা পথে নামি?
.
জানালায় বসে আজ সকালে
তুমি দেখছো কিসের আলো?
কেবল আমি মৃত্যু দেখি
স্বপ্ন জুড়ে আঁধার-কালো।
.
তুমি তোমার সুখের ঘরে
আঁধার দেখে মুখ যে লুকাও,
অথচ আমার আঁধার ঘরের অবশিষ্ট স্বপ্নগুলো
নিষ্ঠুরতায় তা-ও কেড়ে নাও।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. আনিসুর রহমান : ১৫-০৭-২০১৭ | ১৫:৫৪ |

    তুমি তোমার সুখের ঘরে
    আঁধার দেখে মুখ যে লুকাও,
    অথচ আমার আঁধার ঘরের অবশিষ্ট স্বপ্নগুলো
    নিষ্ঠুরতায় তা-ও কেড়ে নাও।
    // আহা ! কি অসাধারন !

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ১৫-০৭-২০১৭ | ১৮:২১ |

    “আমি আমার প্রাসাদ জুড়ে
    দেখেছি কেবল মৃতের ছায়া,
    তুমি তোমার স্বপ্নপুরে
    খুঁজছো কেবল মায়ার কায়া।”

    __ লাজওয়াব এই চারটি লাইন আমার দৃষ্টিতে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...