আমি তোমাকে যুবক বলি না

আমি তোমাকে যুবক বলি না
কারণ, তোমার মেরুদণ্ড সোজা নয়,
আমি তোমাকে যুবক বলি না
কারণ, তোমার বুকে সাহস নাই,
আমি তোমাকে যুবক বলি না
কারণ, তোমার মনে আত্মবিশ্বাস নাই।

আমি তোমাকে যুবক বলি না
কারণ, তুমি এখনও দেশবিরোধী-ধর্মান্ধ,
আর তুমি ভয়াবহ স্বার্থান্ধ আর কামান্ধ!
আমি তোমাকে যুবক বলি না
কারণ, তুমি দেশের দুর্দিন স্বচক্ষে দেখেও
যুবতীনারীর লোভে আজও মোহাচ্ছন্ন।
আমি তোমাকে যুবক মনে করি না
কারণ, তুমি এখনও রাজাকারদের দোসর,
আর তুমি এখনও আল-বদরদের দোসর,
আর তুমি এখনও আল-শামসদের দোসর,
আমি তোমাকে যুবক মনে করি না
আমি তোমাকে ঘৃণা করি।

আমি তোমাকে যুবক মনে করি না
কারণ, তুমি এখনও সাম্প্রদায়িকপশু,
আমি তোমাকে যুবক বলি না
কারণ, তোমার মনে দেশপ্রেম নাই,
আমি তোমাকে যুবক বলি না
কারণ, তুমি এখনও এই বাংলার চিরশত্রু
রাজাকারদের ঘৃণা করতে শেখোনি।
আমি তোমাকে যুবক বলি না
কারণ, তুমি দেশের শত্রুদের সঙ্গে বন্ধুত্ব করেছো,
আর হাসিমুখে তাদের গোলামি করেছো,
আমি তোমাকে যুবক বলি না
কারণ, তুমি বাংলাদেশের চিরশত্রু,
আর তুমি বাংলাদেশের কেউ না।
আমি তোমাকে কখনও যু্বক মনে করি না,
আর আমি তোমাকে চিরদিন ঘৃণা করি।

সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
২১/০৬/২০১৭

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৭-০৭-২০১৭ | ১২:৪৮ |

    আপনার লিখার অন্যতম নান্দনিক দিক হচ্ছে দেশপ্রেম। স্যাল্যূট আপনাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  2. আনিসুর রহমান : ০৭-০৭-২০১৭ | ২০:১৮ |

    যৌবনের গান ও দেশপ্রেমের স্তব কবিতায় অসাধারণ ফুটে উঠেছে । শুভেচ্ছা কবিকে !

    GD Star Rating
    loading...