সত্য এখন নির্বাসিত

সত্যকে তুমি ভালোবেসো না
সত্য এখন নির্বাসিত!
সত্য বললে তোমার পিঠে পড়বে চাবুক!
আর যদি ইচ্ছা করে কিংবা ভুলে
কিংবা তোমার শখের বশে
খুব ভালোবেসে একটুখানি বলো মিথ্যা
তাইলে তোমার নিশ্চিত পুরস্কার জুটবে!
আর তুমি পেতে পারো সরাসরি জাতীয় পুরস্কার,
আর তোমার জন্য একনিমিষে খুলে যেতে পারে
আন্তর্জাতিক পুরস্কারের দরজা সকল।

সত্য বলায় ইরানে হামলা করছে সৌদিআরব,
সত্য বলায় ইয়েমেনে হুতু-নিধনে ষড়যন্ত্র করছে
মধ্যপ্রাচ্যের তেলের টাকায় ধনী সৌদিআরব,
সত্য বলায় সিরিয়ায় বোমা-বারুদ-ক্ষেপণাস্ত্র ঢালছে
বিশ্বমুসলিমের হজ্জের টাকায় ধনী সৌদিআরব।
সত্য বললে বন্ধু তোমার বুকেও লাগতে পারে
একখানা মিসাইল কিংবা স্বয়ংক্রিয় রাইফেলের গুলি!
অথবা, অনেক ক্ষেপণাস্ত্র তাক করা হতে পারে তোমার দিকে,
আর সত্য বললে যেকোনোসময় তোমার হতে পারে ফাঁসি।

সত্য বলে-বলে এখন ক্ষয় হয়ে যাচ্ছে—
আমার দেশের কত সাধারণ নাগরিক আর রোস্তম আলী,
সত্য বলে-বলে এখন খুব ক্লান্ত কত পরিশ্রমী-দিনমজুর,
সত্য বলে-বলে নিয়মিত মার খাচ্ছে কত চাষা-ভুষা,
সত্য বলায় দেশ থেকে বিতাড়িত আরও কত কবি-লেখক।
জগতে কেউ এখন সত্য শুনতে চায় না,
তবুও তুমি সত্য বলার স্পর্ধা দেখাচ্ছো!
তোমার সাহস তো কম নয় বাপু!
বুঝেছি, তোমার বুকে হচ্ছে এখন সত্যের চাষ,
তাই, চিরদিন সত্যের ফুল সেখানে ফুটবেই।
তুমি সত্য বলে যাও—মিথ্যার বিরুদ্ধে,
তুমি সত্য বলে যাও—শয়তানের বিরুদ্ধে,
তুমি সত্য বলে যাও—দুনিয়ার যতো ভণ্ডের বিরুদ্ধে।
সত্যের জ্যোতি একদিন যদি আমাদের পৃথিবীতে জাগে
তবে সেদিন পৃথিবীজুড়ে ফুটতেও পারে সত্যসুন্দরের ফুল,
তুমি হতাশ হয়ো না বন্ধু—আর জেগে ওঠো দীপ্ত-আশায়—
আর পৃথিবীর সকল জালিম খতম করার মতো
ঐতিহাসিক সাহসের সঙ্গে।
একদিন-না-একদিন ফিরে আসবে আমাদের মাঝে
সেই চিরকাঙ্ক্ষিত-সত্যসুন্দর—নির্বাসনের সকল জিঞ্জির ভেঙ্গে।

সত্য এখন নির্বাসিত—
তাই, বুঝেশুনে চলবে বন্ধু,
আর জানবে চারিদিকে সত্যের উপর আঘাত সবচেয়ে বেশি,
তবুও আমাদের সত্য বলতে হবে,
তবুও আমাদের সত্য মানতে হবে,
তবুও মানুষ হিসাবে চিরদিন আমাদের সত্য ভালোবাসতে হবে।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৭/০৬/২০১৭

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৭ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০২-০৭-২০১৭ | ১২:৩২ |

    ‘সত্য এখন নির্বাসিত …
    তবুও আমাদের সত্য বলতে হবে,
    তবুও আমাদের সত্য মানতে হবে,
    তবুও মানুষ হিসাবে চিরদিন আমাদের সত্য ভালোবাসতে হবে।’

    অগনন শুভেচ্ছা মি. সাইয়িদ রফিকুল হক। ধন্যবাদ।

    GD Star Rating
    loading...
    • সাইয়িদ রফিকুল হক : ০৩-০৭-২০১৭ | ১৯:৫৭ |

      সুন্দর মতের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
      আর সঙ্গে রইলো শুভেচ্ছাসহhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      GD Star Rating
      loading...
  2. আনিসুর রহমান : ০২-০৭-২০১৭ | ১৩:২৮ |

    জগতে কেউ এখন সত্য শুনতে চায় না,
    তবুও তুমি সত্য বলার স্পর্ধা দেখাচ্ছো!
    তোমার সাহস তো কম নয় বাপু!
    *অসময়ে সুসময়ের কবিতা, ভালো লাগলো !

    GD Star Rating
    loading...
    • সাইয়িদ রফিকুল হক : ০৩-০৭-২০১৭ | ১৯:৫৮ |

      পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু।
      আর সঙ্গে শুভেচ্ছা অফুরান।
      আরhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      GD Star Rating
      loading...
  3. মামুনুর রশিদ : ০২-০৭-২০১৭ | ১৩:৪৮ |

    “সত্য বলায় ইরানে হামলা করছে সৌদিআরব,
    সত্য বলায় ইয়েমেনে হুতু- নিধনে ষড়যন্ত্র করছে
    মধ্যপ্রাচ্যের তেলের টাকায় ধনী সৌদিআরব”

    শুভেচ্ছা সতত কবি! সত্যের জয় হোক…

    GD Star Rating
    loading...
    • সাইয়িদ রফিকুল হক : ০৩-০৭-২০১৭ | ১৯:৫৯ |

      সত্যের জয় হোক।
      আপনাকে অনেক ধন্যবাদ বন্ধু।
      আর সঙ্গে একরাশ শুভেচ্ছাসহhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

      GD Star Rating
      loading...