আমি নিঃসঙ্গ থাকি তখন,
যখন অনেক ভীড়ের মধ্যে একা থাকি!
আমি নিঃসঙ্গ থাকি তখন,
যখন ইতর রঙের কালো ধোয়ারা আমাকে ঘিরে রাখে!
আমি নিঃসঙ্গ থাকি তখন,
যখন দল বেধে যন্ত্র দানবেরা আমাকে আমার-
একাকিত্বকে বিঘ্নিত করে পেছন পাণে ছুটে চলে।
আমি নিঃসঙ্গ থাকি তখন,
যখন অরণ্যমাতাকে দেখি শব্দ শকূনের কাছে গণ ধর্ষণ হতে।
আমি নিঃসঙ্গ থাকি তখন,
যখন দেখি বাস্তবতার গর্ভ হতে প্রসাব হচ্ছে জারজ বিশ্বাস।
আমি নিঃসঙ্গ থাকি তখন,
যখন তোমার সময়ের হাতে আমার সময়—
অর্পিত না হয়ে সমর্পিত হয়।
আমি নিঃসঙ্গ থাকি তখন, যখন হাজারো-
যন্ত্রনাপ্রদেয় যন্ত্রের অনুসঙ্গে সঙ্গহীনতা নিঃসঙ্গ হয়।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ভীষন সুন্দর ! শুভকামনা কবি !
loading...
অনেক অনেক ধন্যবদা আনিস ভাই।
loading...
আর কতো নিঃসঙ্গ!
খুব ভালো লিখেছেন।
loading...
নি:সঙ্গতাকে সঙ্গী করে করে নিয়েছি, সুতরাং আমি আর নি:সঙ্গ নাই।
loading...
যখন একটি লিখায় বিশেষ একটি লাইন রিপিট হতে থাকে তখন লিখাটিতে অনন্য এক মাত্রা যোগ হতে থাকে। এক ধরণের ভাইব্রেশন তৈরী হতে থাকে। ঈ-কো তৈরী হতে থাকে। আবহ তৈরী হতে থাকে। পাঠক মনে বিশেষ তৈরী করে নয়। লিখাটি তেমন।
শুভেচ্ছা রইলো মি. আলমগীর কবির। শুভ সকাল।
loading...
ধন্যবাদ স্যার,
loading...
loading...
“আমি নিঃসঙ্গ থাকি তখন,
যখন অনেক ভীড়ের মধ্যে একা থাকি!”
অনবদ্য কবিতা! শুভেচ্ছা জানবেন কবি।
loading...
আপনিও শুভেচ্ছা নিবেন!
loading...