ঝুপ ঝুপ এক পশলা বৃষ্টির মতো রক্তের দাগ, নরকের রক্ত খাদক ; পায়ে পিটে বেড়ী, স্বর্গ থেকে ক্রমশ দুরে সরে যোজন যোজন, মানুষের ঈশ্বরকে কাছে টানতে নিজের ঈশ্বরকে বলিদান, ভিতরে ভিতরে অন্যজন করছি লালন।
পর জন্মের মাঝে ব্যবচ্ছেদ টেনে, মানুষ তোমার আমার
এক জন্মে, এক নৌকায়, রেখা ,শত শত বিচ্যুতি –
অকৃত্রিম গোলাপ, বাতাসে বাষ্পে গন্ধ, তবু মিলনের মাঝে অযুত পথে
হাইড্রার আগমন ভিলেন রূপে।
তোমরা মানুষ ভেবে ভুল কর বার বার কিন্তু আমি করেছিলাম শুধু
এক বার, তারপর….তারপর চন্দ্রগ্রহণের শেষে চাঁদ ওঠেনি।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অসাধারণ মানের একটি কবিতা। আবৃতি কণ্ঠস্বর যেন কানের পাশে বেজে গেলো।
গুড লাক মি. আরিয়ান নিহাল।
loading...
ধন্যবাদ মূল্যায়নের জন্য।
loading...