আমার ভেতর তুমি, অজান্তে বেড়ে উঠা কোন রোগ, চিন্ চিন্, ধড়পড় ধড়পড়, বুকের বাঁ পাশটার জ্বালা-
ঠিক ক্যান্সারের মত, কোষ থেকে ভ্রুণে ,স্নায়ু থেকে মনে –
কিংবা বলতে পারো মরুর বুকে নতজানু উট, গৃহপালিত, শান্ত শিষ্ট, নিয়ম করে চলা।
বলতে পারো একদিন, দু’দিন করে বেড়ে উঠা হাজার দিন
নূপুরের ঝন ঝন শব্দ ,কালো রাতের গভীরতা বা সন্ধ্যার পর
নিরবে ব্রিজের নিচে বয়ে যাওয়া পানি।
না এতো কিছু উপমা তোমার জন্যে নয়, বাহ্যিক মন –
দেহের জন্যে দেহ বা চায়না ক্রিমের ঐ কৃত্রিম অবয়ব, পাওয়ার জন্যে আরও কিছু পাওয়া-
না শুধু নশ্বর দেহের জন্যে এ প্রার্থনা নয়, তোমার দু’টি চোখ, টোলপড়া দূর্লব হাসি আর কাঁপা কাঁপা স্পর্শ, কাব্যই যোগ্য উপহার।।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আজকের লিখাটি পড়লাম। বরাবরই আপনি বেশ লিখেন; অন্তত এটা আমার জানা।
নিবন্ধন নেয়ার পর থেকেই প্রতীক্ষা ছিলো … কখন আপনার লিখা পড়ার সুযোগ হবে ?
শব্দনীড় এ আপনাকে স্বাগতম আরিয়ান নিহাল। অবশেষে আপনার অভিষেক ঘটলো।
loading...
ধন্যবাদ জামান ভাই। আমিও অস্থির ছিলাম কবে শব্দনীড়ে আবার লিখা শুরু করব তা নিয়ে, ফিরে আসলাম প্রিয় শব্দনীড়ে। অমর হউক শব্দনীড়।
loading...
ফিরে আসায় অনেক খুশি হয়েছি মি. নিহাল।
loading...