যে আঁখিতে এত হাসি লুকানো
কুলে কুলে তার কেন আঁখি ধার
যে মনের আছে এত মাধুরী
সে কেন চলেছে বয়ে ব্যথা ভার।।
দীপের শিখায় এত আলো যে
তবু কেন কাজলে সে কালো যে
একেলার ভালো লাগা কি আসে
কেঁদে কেঁদে হতে চাই দুজনার।
সাগর কখনো চেয়ে দেখেনা
বুকে তার কি রতন রয়েছে
কাঙালের মত তীরে তীরে সে
ফিরে ফিরে অবহেলা সয়েছে।
প্রেম যদি ভরে এত সুধা গো
তবু কেন হৃদয়ের ক্ষুধা গো
যে মেঘে রয়েছে এত মমতা
কেন তার বিদ্যুতে হাহাকার।
কণ্ঠঃ শ্রীকান্ত আচার্য্য।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
হু, ভালো। অনেক ভালো।
loading...
ভীষণ এবং ভীষণ এই গান।
জীবনের অনেক সুখ স্মৃতি ছিলো এই গানটির সঙ্গে। মনে পড়ে স্যার … মনে পড়ে।
loading...
ভীষণ ভালো লাগার একটা গান । আমি যতদুর মনে পরে প্রায় চৌদ্দ বৎসর যাবৎ শ্রীকান্তের কন্ঠেই গানটি শত শত বার শুনছি । ধন্যবাদ হে রবীন্দ্র অনুরাগী গানটি শেয়ার করার জন্য ।
loading...
ভালো লাগলো….শুভেচ্ছা নিরন্তন।
loading...
চমৎকার গানটি শেয়ারের জন্য অনেক সাধুবাদ!
loading...
শোনার জন্য আপনাদেরকেও ধন্যবাদ । আমি এই গানটি প্রথম শুনলাম শ্রীকান্তের কন্ঠে … শুনে মনে হলো শেয়ার করা যায় তাই করে দিলাম …।
“একেলার ভালো লাগা কি আসে”
loading...