আমাদের ছোট বেলায় ক্যাসেট টেপ ছিলো ভিডিও টেপ ছিলো । তারো আগে রেকর্ড ছিলো । কুকুরের ছবি দেওয়া রেকর্ড ছিলো । হারিয়ে যাচ্ছে অনেক কিছু । রেকর্ড নিয়ে আমার তেমন অভিজ্ঞতা নেই । ক্যাসেট টেপ বা ভিডিও টেপ নিয়ে আছে । ভিডিও বা ক্যাসেট টেপ এর
সমস্যা ছিলো মাঝে মাঝে এসব ব্যবহার না করলে ফাংগাস জন্মে । বিশেষ করে ভিডিও টেপ বাতেসের আদ্রতার কারনে খুব অল্প সময়া নষ্ট হবার সম্ভাবনা থাকে ।
ভিডিও বা ক্যাসেট টেপ এর সাথে মানুষের মগজের (যাকে অনেকে ব্রেইন বলে ) খুব মিল আছে । দুটিই নিয়মিত মাঝে মাঝে না বাজালে বা মনে করলে ফাংগাস জমে ।
তারপর একদিন ডিলিট হয়ে যায়। হারিয়ে যায় কালের অতল গহব্বরে ।
ইদানিং আবার রেকডের জনপ্রিয়তা বাড়ছে । একারনে উৎপাদন বন্ধ থাকা রেকড আবার রেকড উৎপাদন শুরু করছে । এখানে দেখুন ।
হেরে যাওয়া মানে থেমে যাওয়া নয় ,কোন একদিন আবার ফিরে আসার সম্ভাবনাও রেখে যায় ।
loading...
loading...
ঠিক কথা
loading...
'হেরে যাওয়া মানে থেমে যাওয়া নয়,
কোন একদিন আবার ফিরে আসার সম্ভাবনাও রেখে যায়।' সহমত।
loading...