আমার মা

মা, হ্যাঁ তিনিই আমার একমাত্র মা
জন্মানোর কয়েক মিনিট পর
নাড়ি কাটার মুহূর্তে দিয়েছি চিৎকার
মা মা ডাকে কান্নার অনুভবে বুঝেছি
তিনিই আমার মা।
.
সেদিন আমার এতো আপন কেউ ছিলো না
যে আমায় প্রথম বুকে টেনে নিয়ে
আমাকে সর্বোত্তম নিরাপদ স্থান দিয়ে
মুখে তুলে দিয়েছেন দুধের নহর
সেতো অন্য কেউ নন
তিনিই আমার মা।
.
যেদিন আমি ক্ষুধার্ত হয়ে
কোন শক্তি পাচ্ছিলাম না
সেদিন হৃদয় ছেঁড়া কান্নায়
উত্তাল ঢেউয়ের শত যন্ত্রণায়
চোখে ভালোবাসার বৃষ্টিতে
সব ভোলালেন যিনি মমতার আঁখিতে
তিনিই আমার মা।
.
মায়ের আঁচলে বাঁধা সব সুখ
সন্তানের জন্য
তাই তোমাকে পেয়ে এ জীবন
আমার ধন্য
.
‘কিছুই খাইনি মা’ এ কথা শুনেই
অবশিষ্ট যে খাবারটুকু ছিলো
তা আমায় নিজ হাতে খাওয়ালো
আর আমাকে খাওয়ানোর সময়
মায়ের আঙুলে যে খাবার লেগেছিলো
তাই খেলেন আমার মা।
এটাই ছিলো মায়ের সারাদিনের
একমাত্র ক্ষুধা নিবারণের শেষ খাবার
কিন্তু সেদিন আমি বুঝতে পারিনি
সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কতটা অপার
.
আজ যখন বুজেছি
মায়ের এই নিখাদ ভালোবাসা
তখন আমি চিৎকার করে কাঁদি
দু’চোখে শূন্য পৃথিবীতে খুঁজি
কোথায় আমার মা
আমি চিৎকার করে ডাকি
মা
মা
মা।
আমার জন্মদাত্রী মা
তুমিই তোমার উপমা।।।

বিদ্রঃ #মা_দিবস_প্রতিদিন_প্রতি_মুহুর্ত

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ২৩-০৫-২০১৭ | ১৭:০৬ |

    * স্যালুট সকল মা…

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ২৩-০৫-২০১৭ | ১৮:৩৭ |

    যথার্থ বলেছেন মি. জামান। মা_দিবস_প্রতিদিন_প্রতি_মুহূর্ত।
    বেশ লম্বা বিরতির পর আপনার লিখা পড়লাম। আশা করবো ভালো আছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  3. দাউদুল ইসলাম : ২৩-০৫-২০১৭ | ২০:৩৫ |

    যেদিন আমি ক্ষুধার্ত হয়ে
    কোন শক্তি পাচ্ছিলাম না
    সেদিন হৃদয় ছেঁড়া কান্নায়
    উত্তাল ঢেউয়ের শত যন্ত্রণায়
    চোখে ভালোবাসার বৃষ্টিতে
    সব ভোলালেন যিনি মমতার আঁখিতে
    তিনিই আমার মা।

    মা_দিবস_প্রতিদিন_প্রতি_মুহুর্ত… সহমত

    GD Star Rating
    loading...
  4. মনা পাগলা : ২৩-০৫-২০১৭ | ২৩:৫১ |

    আমি বাল্যকাল হতেই মাতৃহারা…কাজেই মাতৃম্নেহ কি জিনিস, তা বুজতে পারিনি। এই বুড়ো বয়সে মায়ের অভাবটা ভালো ভাবে টের পাচ্ছি…হাড়ে হাড়ে…পদে…পদে…

    GD Star Rating
    loading...