মা, হ্যাঁ তিনিই আমার একমাত্র মা
জন্মানোর কয়েক মিনিট পর
নাড়ি কাটার মুহূর্তে দিয়েছি চিৎকার
মা মা ডাকে কান্নার অনুভবে বুঝেছি
তিনিই আমার মা।
.
সেদিন আমার এতো আপন কেউ ছিলো না
যে আমায় প্রথম বুকে টেনে নিয়ে
আমাকে সর্বোত্তম নিরাপদ স্থান দিয়ে
মুখে তুলে দিয়েছেন দুধের নহর
সেতো অন্য কেউ নন
তিনিই আমার মা।
.
যেদিন আমি ক্ষুধার্ত হয়ে
কোন শক্তি পাচ্ছিলাম না
সেদিন হৃদয় ছেঁড়া কান্নায়
উত্তাল ঢেউয়ের শত যন্ত্রণায়
চোখে ভালোবাসার বৃষ্টিতে
সব ভোলালেন যিনি মমতার আঁখিতে
তিনিই আমার মা।
.
মায়ের আঁচলে বাঁধা সব সুখ
সন্তানের জন্য
তাই তোমাকে পেয়ে এ জীবন
আমার ধন্য
.
‘কিছুই খাইনি মা’ এ কথা শুনেই
অবশিষ্ট যে খাবারটুকু ছিলো
তা আমায় নিজ হাতে খাওয়ালো
আর আমাকে খাওয়ানোর সময়
মায়ের আঙুলে যে খাবার লেগেছিলো
তাই খেলেন আমার মা।
এটাই ছিলো মায়ের সারাদিনের
একমাত্র ক্ষুধা নিবারণের শেষ খাবার
কিন্তু সেদিন আমি বুঝতে পারিনি
সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কতটা অপার
.
আজ যখন বুজেছি
মায়ের এই নিখাদ ভালোবাসা
তখন আমি চিৎকার করে কাঁদি
দু’চোখে শূন্য পৃথিবীতে খুঁজি
কোথায় আমার মা
আমি চিৎকার করে ডাকি
মা
মা
মা।
আমার জন্মদাত্রী মা
তুমিই তোমার উপমা।।।
বিদ্রঃ #মা_দিবস_প্রতিদিন_প্রতি_মুহুর্ত
loading...
loading...
* স্যালুট সকল মা…
loading...
যথার্থ বলেছেন মি. জামান। মা_দিবস_প্রতিদিন_প্রতি_মুহূর্ত।
বেশ লম্বা বিরতির পর আপনার লিখা পড়লাম। আশা করবো ভালো আছেন।
loading...
যেদিন আমি ক্ষুধার্ত হয়ে
কোন শক্তি পাচ্ছিলাম না
সেদিন হৃদয় ছেঁড়া কান্নায়
উত্তাল ঢেউয়ের শত যন্ত্রণায়
চোখে ভালোবাসার বৃষ্টিতে
সব ভোলালেন যিনি মমতার আঁখিতে
তিনিই আমার মা।
মা_দিবস_প্রতিদিন_প্রতি_মুহুর্ত… সহমত
loading...
আমি বাল্যকাল হতেই মাতৃহারা…কাজেই মাতৃম্নেহ কি জিনিস, তা বুজতে পারিনি। এই বুড়ো বয়সে মায়ের অভাবটা ভালো ভাবে টের পাচ্ছি…হাড়ে হাড়ে…পদে…পদে…
loading...