১৪২৪ সালের মেনু

karalla

সকল বন্ধুকে জানাচ্ছি সুভসন্ধ্যা।
আজ এই সুভসন্ধ্যায় আপনাদের সবার জন্য ১৪২৪ বাংলা বর্ষ শুরুর একটি নতুন মেনু উপহার নিয়ে এসেছিঃ
সকালে নিদ্রা ভঙ্গের পর প্রাথমিক কাজকর্ম সেরে নিশ্চয়ই নাশতার টেবিলে বা মাদুরে এসে বসবেন! এতদিন অনেক মজার খাবার যেমন ইলিশ ভাজা, চিংড়ির ভর্তা সাথে কাচা আমের চাটনি দিয়ে পান্তা খেয়ে বছরটি শুরু করেছেন। তাই না? আজ এমন এক মজার মেনু দিচ্ছি যা জেনে আশা করি সবার মুখে জল চলে আসবে। এই জন্যেই সার্বিক প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আগেই মজার রেসিপিটা জানিয়ে দিলাম। দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না!
P1050552

P1250631

তাহলে জেনে নিন, দরকার হলে একটা কপি প্রিন্ট করে বাড়ির Establishment Minister এর হাতে ধরিয়ে দিন। আগেই দিয়ে দিন আর সাথে একথা বলতে ভুলবেন না যে কাল সকালেই এই উপাদেয় স্বাস্থ্য রক্ষাকারি নাশতা দিয়ে বছরের শুরু করতে চাচ্ছেন! যা খেলে সারা বছর রক্ত বিশুদ্ধ থাকবে, মন চাঙ্গা থাকবে এবং যথারিতি বছর ব্যাপি শরীর মন সুস্থ্য থাকবে।
এমন সুপরামর্শ দেয়ার জন্য আমাকে ধন্যবাদ না দিলেও আমি মাইন্ড করব না!!!!!!!

images

এবার মেনু জেনে নিন, মনে রাখার সমস্যা থাকলে এর একটা কপি প্রিন্ট করে এক্ষ্নই Establishment Minister এর হাতে ধরিয়ে দিন!
১। এক বাটি করল্লার সুপ
২। পিয়াজ কাচামরিচ সহ করল্লার ভর্তা
৩। করল্লা ভাজি
৪। করল্লার কাটলেট
৫। করল্লা আর কাকচি/বাতাসি কিংবা টেংরা মাছের চচ্চরি
৬। করল্লা আর ইলিশ/চিংরি মাছের ঝোল বা ভূনা
৭। কিমার পুর দেয়া করল্লার দোলমা
৮। ভেজিটেবল রাইস (শুধুমাত্র করল্লা সহযোগে)
সবার পরে একটু বগুরার দৈ। (এজন্যে ভাবতে হবে না এই দৈ আমাদের প্রিয় বন্ধু “মুরুব্বী” সরবরাহ করবেন)।

Vegetable-Cultivation-on-Gher-7

এত কিছু থাকতে করল্লাবর্গ দিয়ে কেন এই মেনু তৈরী করেছি নিশ্চয় জানতে ইচ্ছে করছে, তাইনা? দেখুন করল্লার কত গুন!!
০ রক্তের চর্বি তথা ট্রাইগিস্নসারাইড কমায় কিন্তু ভাল কলেস্টেরল এইচডিএল বাড়ায়।
০ রক্তচাপ কমায়।
০ ক্রিমিনাশক।
০ ভাইরাস নাশক-হিপাটাইটিস এ, হারপিস ভাইরাস, ফ্লু, ইত্যাদির বিরুদ্ধে কার্যকর।
০ ক্যান্সাররোধী লিভার ক্যান্সার, লিউকেমিয়া, মেলানোমা ইত্যাদি প্রতিরোধ করে।
০ ল্যাক্সেটিভ পায়খানাকে নরম রাখে, কোষ্ঠ কাঠিন্য দূর করে।
০ জীবাণুনাশী-বিশেষ করে ই কোলাই নামক জীবাণুর বিরুদ্ধে কার্যকর।
মেনুটা কেমন লাগল আশা করি জানাতে আলসেমি করবেন না।

10471

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ২টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মোঃ খালিদ উমর : ১৩-০৪-২০১৭ | ১৮:৫২ |

    মাদাম, এত্ত সুন্নদার লেনু কুমনে পাইলেন? আফনের যে কেমন ধইন্যবাদ দিমু বুঝতাছি না!
    নববর্ষে শুভেচ্ছা জানবেন মাদাম।

    GD Star Rating
    loading...
    • ইজি রেসিপি : ১৪-০৪-২০১৭ | ৭:১৩ |

      কি করব, ভাল বই মন্দ কিছু ভাবা উচিত নয় তাই এই সুপরামর্শ।

      GD Star Rating
      loading...
  2. শাফি উদ্দীন : ১৪-০৪-২০১৭ | ১০:১৪ |

    উত্তম

    GD Star Rating
    loading...
  3. আনু আনোয়ার : ১৪-০৪-২০১৭ | ২০:৪৩ |

    GD Star Rating
    loading...
  4. মুরুব্বী : ১৭-০৪-২০১৭ | ১৭:৩১ |

    করলা ভালোবাসতে আর দেরি !! হোক করলার জয় হোক।
    বাংলার ঘরে ঘরে করলা স্থায়ী আসন নিক। আমীন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

    GD Star Rating
    loading...