যোগ, বিয়োগ, সরল কোনটাতেই সে দক্ষ ছিল না। তার অংক মানেই ভুলে ভরা। সঙ্গত কারণেই জীবনে যখনি হিসাব মেলাতে গিয়েছে হিসাব মেলাতে পারেনি। তাই সে সেই ভুলে ভরা যোগ বিয়োগের হিসাবের অভ্যাসটা ছেড়েছে বহুদিনে।
একবার সে মনোবিদ্যায় আগ্রহী হয়েছিলো। জানতে গিয়ে দেখেছিলো শরীরচর্চাটা ততদিনে জনপ্রিয়তার মাপকাঠিতে এগিয়েছে বেশ। তাই মনোবিদ্যাটা আর মনে ধরেনি সেভাবে।
পরে একদিন সে কবি হতে চেয়েছিল ‘তার’ জন্য কবিতা লিখবে বলে। অ থেকে চন্দ্রবিন্দু সব বর্ণমালায় তার স্তুতিও করেছিলো। কবিতা বিনির্মাণ হয়েছিলো তাতে। তবে যার জন্য এই এতো এতো আয়োজন, কবি কিংবা কবিতা কোনটাতেই তার আকর্ষণ ছিল না কখনো।
অনেক পথের শেষে সে অভিনয়টা শিখে গিয়েছিলো বেশ। শেষে সে একজন অভিনেতা হয়েছিলো। একজন সফল অভিনেতা।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
‘পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি,
আমরা দুজন চলতি হাওয়ার পন্থী।
রঙিন নিমেষ ধুলার দুলাল
পরানে ছড়ায় আবীর গুলাল,
ওড়না ওড়ায় বর্ষার মেঘে
দিগঙ্গনার নৃত্য;
হঠাৎ-আলোর ঝলকানি লেগে
ঝলমল করে চিত্ত।’
পথ এবং পথিকের জয় হোক। যেমন হয়ে এসেছে আজন্মকাল।
loading...
পথিকের পথ কিংবা পথের পথিক সবার অংকই ভুলে ভরা শুধু কাগজের অংক দিয়েই ধুক ধুক করে চলছে রেলগাড়ি!
loading...
সুন্দর লিখেছেন।
loading...