কামরাঙ্গার ঝাল আচার

Kamranga

উপকরনঃ
১। কামরাঙ্গা: ৮০০গ্রাম
২।এক কোয়া বিশিষ্ট রসুন: ৫০০ গ্রাম
৩। কাঁচামরিচ: ২৫০ গ্রাম
৪। শুকনা মরিচ: ৫ টা
৫। সরিষা: ৩ টেবিল চামচ
৬। জিরা: ২ টেবিল চামচ
৭। তেজ পাতা: ২/৩ টা
৮। সিরকা: ৩০০ মিলি
৯। সরষের তেল: ৫০০ মিলি
১০। চিনি: ১ টেবিল চামচ (ইচ্ছা)
১১। লবণ: প্রায় ২ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী কম বেশী হতে পারে)।

প্রস্তুত প্রণালীঃ
১। জিরা, সরষে, শুকনা মরিচ আলাদা আলাদা করে বেটে নিই।
২। কামরাঙ্গা ধুয়ে শির ফেলে লম্বা লম্বি করে ফালি কেটে নিই (মাঝের অংশ বাদ দিয়ে)। দুইটা কামরাঙ্গা চাক চাক করে স্টার বানিয়ে ডেকোরেশনের জন্য কেটে নিই।
৩। লম্ব ফালি গুলি এক ইঞ্চি পরিমাণ করে কেটে নিই।
৪। আস্ত রসুন ধুয়ে ছিলে নিই।
৫। কাঁচামরিচ ধুয়ে বোটা ফেলে ১ ইঞ্চি পরিমান টুকরো করে কেটে নিই।
৬। এবার কড়াইতে এক কাপ পরিমাণ সরষের তেল দিই, হাল্কা গরম হলে রসুন গুলি ঢেলে দিয়ে মাঝা্রি আঁচে ঢেকে রাখি। পাঁচ ছয় মিনিট পর পর নাড়া দিই যেন কড়াইর তলায় লেগে না যায়।
৭। পনের মিনিট পরে সিরকা এবং চিনি দিয়ে নেড়ে দিই। আরও দশ মিনিট পর লবণ, তেজ পাতা, জিরা, সরষে এবং মরিচ বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করি।
৮। এই ভাবে মিনিট দশেক মশলা কষিয়ে কামরাঙ্গা দিয়ে আবার পাঁচ মিনিট হালকা ভাবে নাড়ি। এবার মরিচ দিয়ে দুই এক মিনিট হালকা ভাবে নেড়ে নামিয়ে নিই।
৯। ঠাণ্ডা হলে পরিষ্কার শুকনো কাচের বয়ামে ঢেলে পর পর দুই তিন দিন রোদে দিয়ে ঠাণ্ডা হলে মুখ আটকে সংরক্ষণ করি।
১০। মাঝে মাঝে রোদে দিলে এক বছর এবং ফ্রীজে রাখলে প্রায় ২ বছর সংরক্ষণ করা সম্ভব।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মোঃ খালিদ উমর : ১৮-০৫-২০১৭ | ১৬:০৩ |

    বহুত মজাদার আচার। পরখ করিয়া দেখিয়াছি।

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ১৮-০৫-২০১৭ | ২১:৩৫ |

    পরখ করিতে হইবেক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Paper.gif.gif

    GD Star Rating
    loading...