স্বপ্নকথা...

গিয়েছিলাম পড়ন্ত বিকালে ব্যস্তমুখর এক রেল স্টেশানে। মনে নেই কোথায় যাওয়ার কথা ছিল, সাথে কে ছিল । শুধু মনে আছে ঘরে ফেরা কিংবা ঘর ছেড়ে যাওয়া ব্যস্ত সব মুখের ভীড়ে হঠাৎ করে আমি উস্কখুস্ক চুলের উদাস মানুষটাকে দেখেছিলাম। আর দেখে মনে হয়েছে এ আমার অনেক দিনের চেনা। যদিও তাকে চেনার কোন কারন ছিল না। তবুও তার দিকে তাকিয়ে মনে হয়েছে এই সেই যে আমার বেহালার সুর পছন্দ জেনে আমাকে বেহালা বাজিয়ে শোনানোর কথা দিয়ে হারিয়ে গিয়েছিল। এ মানুষটাই সে মানুষ যার লেখা গান পড়ে আমি বহুদিন নিজ মনে গুনগুন করে বলেছি – “ও গানওয়ালা, আরেকটা গান গাও। আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই…।” কিন্তু তাকে বলা হয়নি কখনো।

তাকে চেনার কথা না থাকলেও সে আমার বিস্ময়ে ভরা অচেনা দৃষ্টিকে উপেক্ষা করে কাছে এসে পরিচিত কন্ঠে বলেছিল, “আমার যে তারাগুলো তোমার কাছে, ওরা ভালো আছে?”

কি জবাব দিয়েছিলাম মনে নেই। তাকিয়ে দেখি বই হাতে ঘুমিয়ে পড়েছিলাম, যার রেশ ধরে এ অদ্ভুত স্বপ্ন। খোলা দরজা দিয়ে আসা শেষ বিকালের উত্তরের বাতাসে এখনো শীতের রেশ। ঘুম ভাংগা চোখে চাদরটা ভালো করে জড়িয়ে পাশ ফিরে সাদা দেয়ালের দিকে তাকিয়ে অকারনে কবিতা মনে পড়ে…

“আমি ভালো আছি অথবা ভালো নেই !
হলুদ সবুজ সব স্বপ্ন গুলোকে বিক্রি করে একটা স্ব্প্ন উপহার হিসেবে দিয়েছিলাম ,
লাল মিহি এক একটা অনুভূতির নিরেট বুনন।
প্রচুর ক্ষত উপক্ষত উপেক্ষা সহ ;
ফেরত এসেছে আজ দুপুরের ডাকবাক্সে।
কি অসহ্য ফ্যাকাশে তার রঙ !
আমি ভালো আছি অথবা ভালো নেই অভ্রনীল।
পরিচিত নাম ছিঁড়েখুঁড়ে গেছে ঘরোয়া ছেলেটা।
আমার চশমার বাস্প কাঁচে এখন শুধুই জলের দাগ।
তুমি কি এখনও স্বপ্ন বেচো ?
লাল তুবড়ি অথবা মোম মোম রোদ্দুর ?
তোমার আস্তিনে এখনও কি লেগে থাকে, গোধূলির ডোরাকাটা রঙ ?” – রুদ্র গোস্বামী

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৭ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১০-০৩-২০১৭ | ১৭:১৪ |

    অদ্ভুত এক ঘোরলাগা আচ্ছন্নতায় মুড়িয়ে দিয়েছেন প্রিয় শ্রদ্ধেয়।
    পড়তে পড়তে মনে হলো আপনার সাথেই আপনি চলেছি। Smile

    GD Star Rating
    loading...
    • নীল সঞ্চিতা : ১১-০৩-২০১৭ | ১৫:৩২ |

      আপনার মন্তব্য মানেই অনুপ্রেরণাদায়ক কিছু। অনেক ভাল থাকবেন পরিবার পরিজন নিয়ে।

      GD Star Rating
      loading...
      • মুরুব্বী : ১১-০৩-২০১৭ | ১৯:৩৩ |

        আপনিও ভালো থাকবেন আশেপাশের সবাইকে নিয়ে। ধন্যবাদ। Smile

        GD Star Rating
        loading...
  2. খেয়ালী মন : ১০-০৩-২০১৭ | ১৮:৩২ |

    রুদ্র গোস্বামীর কবিতা গুলো আমার কোছে খুব ভালো লাগেে
    আমি দেখেছি তার বেশীরভাগ কবিতায়ই একটা টানাপোরন ভাব থাকে।
    যা হোক , আপনার লেখাটা্ও কিন্তু অনেক প্রনবন্ত হয়েছে
    শুভ কামনা থাকলো ।

    GD Star Rating
    loading...
    • নীল সঞ্চিতা : ১১-০৩-২০১৭ | ১৫:৩৪ |

      রুদ্র গোস্বামীর কবিতা আমারও প্রিয়। কিন্তু খুব বেশি পাইনা।
      ভাল থাকবেন।

      GD Star Rating
      loading...
  3. ফকির আবদুল মালেক : ১১-০৩-২০১৭ | ৬:৪৭ |

    আপনার প্রতি লেখা গুছানো থাকে। আমিতো রীতিমত অপেক্ষা করি আপনার পোষ্টের। কিন্তু এত কম পোষ্ট আপনার! সেই ভাল এক একটা পোষ্টের রেশ থেকে যায় অনেক দিন। কিন্তু কতদিন!

    GD Star Rating
    loading...
    • নীল সঞ্চিতা : ১১-০৩-২০১৭ | ১৫:৩৮ |

      ভাল মন্দ কি জানিনা। এটা জানি যে সময় সোনার হরিন হয়ে যাচ্ছে দিন দিন। অফিস বাসা মিলে দিন দিন দায়িত্ব শুধু বাড়ছেই। এর মাঝে আর লিখতে বসা হয় না। তবে চলতি পথে সময় পেলে চোখ বুলিয়ে যাই আপনাদের লেখাগুলোয়। ভালো লাগে।

      GD Star Rating
      loading...