~~~জননী-জায়া-কন্যা-বোনের জন্য ভালোবাসা~~

WOOOOOOOOO

***নারী****

নারী কভু মা কিবা বোন
প্রেয়সী হয় কারো,
জীবন চলার পথে নারী
ছায়া নিবিড় গাঢ়।

হোক সে চাকমা মনিপুরী
হাজং কিংবা গারো,
সে যে মানুষ, দেশের মেয়ে
‘না, না’ করতে পারো!

নারীর আছে বিদ্যাবুদ্ধি
আছে অধিকারও
বঞ্চিত সে না হয় যেনো
খেয়াল রেখো তারও।

নারীর প্রতি সহিংসতা
অপমানটা ছাড়ো,
হৃদ্য ভালোবাসায় দুয়ে
সমান তালে বাড়ো।

***মানুষ****

নারী কেবল ভোগ-সামগ্রী
সে কি মানুষ মোটে না?
কেনো তবে তার কপালে
প্রাপ্যটুকু জোটে না?

নারী কেবল মানুষ তো নয়
মায়ের চরণ স্বর্গ সে,
তবু কেনো নারীর তরে
নিগ্রহ – তা বর্গ সে?

নারী কভু আদরের বোন
কভু প্রাণের সখা সে
কেনো অযাচিত থাবা!
আদর পাখি চখা সে।

নারী হলো শান্তি-ছায়া
জীবন যুঝে রোজই সে,
তবু কেনো জীবনবাজি
হয় যে লোভের ভোজই সে!

নারী তো আজ সমান তালে
মেধা এবং মননে,
ঘরে সে মমতাময়ী
যোগ্যও সে রণনে।

নারীর ভালোবাসার ঋণে
সবারই তো দায় আছে,
সেই সে নারীর অপমানে
কারোরই সায় আছে?

নারীর কেনো পথেঘাটে
থাকেই তবু নিগ্রহ?
ভুল পথের সেই পুরুষ অংশ
মানুষ তোরা শীঘ্র হ।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৮-০৩-২০১৭ | ১৮:৩১ |

    জননী-জায়া-কন্যা-বোনের জন্য ভালোবাসা আমাদের; যেন চিরকাল থাকে।

    GD Star Rating
    loading...
  2. মোঃ খালিদ উমর : ০৮-০৩-২০১৭ | ১৯:৫১ |

    এক মা জন্ম দিয়ে কোলে করে বড় করেছেন আর আজ আমার তিন মা বুকে করে লালন করছে। এরা মায়েরই জাতি, সৃষ্টার আশ্চর্য সৃষ্টি।

    GD Star Rating
    loading...
  3. ফকির আবদুল মালেক : ০৮-০৩-২০১৭ | ২৩:২২ |

    নারীর কেনো পথেঘাটে
    থাকেই তবু নিগ্রহ?
    ভুল পথের সেই পুরুষ অংশ
    মানুষ তোরা শীঘ্র হ।

    দারুন কিছু লেখা পাচ্ছি আপনার থেকে। ধন্যবাদ।

    GD Star Rating
    loading...
  4. আনু আনোয়ার : ০৯-০৩-২০১৭ | ০:৩৬ |

    যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
    অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।

    GD Star Rating
    loading...