তুমি কাশফুল চেয়েছিলে
চেয়েছিলে একটা নদী
নদীর ধারে আমার বুকের মতন সাদা কাশফুল
একাকার হয়ে মিশে যাবে তুমি
কাশফুলে লুকাবে মুখ
ভুলে যাবে পৃথিবীর যত জ্বালা-যন্ত্রণা।
তুমি এলে গোধূলী লগ্নে,
ছোট যমুনার তীরে লুটিয়ে পড়লো গোধূলীর লাল আভা
আমি তন্ময় হয়ে চেয়ে রইলাম,
তুমি আমার কাশফুলে মাথা রাখলে
আমি বুকে জড়িয়ে ধরলাম তোমায়
কতক্ষণ, কতক্ষণ মনে নেই,
আবেগের সময়জ্ঞান নেই, লাজ-লজ্জা নেই
আছে শুধু কাছে পাবার,
শুধু নিবীড়ভাবে আরো কাছে পাবার কামনা।
গোধূলী বিদায় হলো,
আকাশের চাঁদ নেমে এলো
তোমার চাঁদ মুখে, কাশফুলে, ছোট যমুনার স্রোতস্বীনিতে।
একটা ঢেউ খেলে গেলো ছলাৎ করে,
আমাদের নিবীড়ভাবে একাকার হয়ে মিশে যাওয়া শরীর
আবেগে শীৎকার দিলো।
তুমি লজ্জায় কাশফুল থেকে মাথা তুলে তাকালে চাঁদের আলোয়,
এক পা, দু’পা করে দূরে সরে গেলে,
আমি তাকিয়ে রইলাম,
আমার চিরচেনা তুমি,
গাঢ় অন্ধকারে বাতাসের ঘ্রাণ থেকে,
খুঁজে পেয়েছি আমি তোমায়,
তাই হারানো ভয় কোনোদিন পাইনি আমি।
অথচ আজ চাঁদের আলোয় হারালে তুমি
আজো খুঁজি তাই তোমায়
কাশফুলে, ছোট যমুনায়, চাঁদের আলোয়।
loading...
loading...
লেখটি পড়লাম। বেশ আবেগময় লেখাটি। তবে আমি আর তুমি এত বেশি ব্যবজার হয়েছে যে পড়তে অনেক সময় হোচট খেতে হয়েছে।
শুভ কামনা রইল আপনার প্রতি।
loading...
ব্যবহার
loading...
আমি কবি নই ভাই। আবেগের বশে কিছু এলোমেলো লেখা লিখে ফেলেছি। তবু যে আপনি পড়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ।
loading...
ভালো হয়েছে।
loading...
ধন্যবাদ মাহবুব ভাই, খারাপ হলেও বলবেন, এখানে নয়তো ফোনে। ভালো থাকবেন।
loading...
বেশ লাগলো। শুভেচ্ছা।
loading...
আমার লেখা পড়ার জন্য ধন্যবাদ। আশা করি আমার সব লেখা পড়বেন।
loading...
আপনার কবিতার সাথে সম্ভবত প্রথম পরিচয়। দারুণ।
অভিনন্দন প্রিয় জিল্লুর রহমান ভাই।
loading...