কাশফুল

কাশফুল

তুমি কাশফুল চেয়েছিলে
চেয়েছিলে একটা নদী
নদীর ধারে আমার বুকের মতন সাদা কাশফুল
একাকার হয়ে মিশে যাবে তুমি
কাশফুলে লুকাবে মুখ
ভুলে যাবে পৃথিবীর যত জ্বালা-যন্ত্রণা।

তুমি এলে গোধূলী লগ্নে,
ছোট যমুনার তীরে লুটিয়ে পড়লো গোধূলীর লাল আভা
আমি তন্ময় হয়ে চেয়ে রইলাম,
তুমি আমার কাশফুলে মাথা রাখলে
আমি বুকে জড়িয়ে ধরলাম তোমায়
কতক্ষণ, কতক্ষণ মনে নেই,
আবেগের সময়জ্ঞান নেই, লাজ-লজ্জা নেই
আছে শুধু কাছে পাবার,
শুধু নিবীড়ভাবে আরো কাছে পাবার কামনা।
গোধূলী বিদায় হলো,
আকাশের চাঁদ নেমে এলো
তোমার চাঁদ মুখে, কাশফুলে, ছোট যমুনার স্রোতস্বীনিতে।
একটা ঢেউ খেলে গেলো ছলাৎ করে,
আমাদের নিবীড়ভাবে একাকার হয়ে মিশে যাওয়া শরীর
আবেগে শীৎকার দিলো।
তুমি লজ্জায় কাশফুল থেকে মাথা তুলে তাকালে চাঁদের আলোয়,
এক পা, দু’পা করে দূরে সরে গেলে,
আমি তাকিয়ে রইলাম,
আমার চিরচেনা তুমি,
গাঢ় অন্ধকারে বাতাসের ঘ্রাণ থেকে,
খুঁজে পেয়েছি আমি তোমায়,
তাই হারানো ভয় কোনোদিন পাইনি আমি।
অথচ আজ চাঁদের আলোয় হারালে তুমি
আজো খুঁজি তাই তোমায়
কাশফুলে, ছোট যমুনায়, চাঁদের আলোয়।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৪ জন মন্তব্যকারী

  1. ফকির আবদুল মালেক : ২৫-০২-২০১৭ | ৬:১৭ |

    লেখটি পড়লাম। বেশ আবেগময় লেখাটি। তবে আমি আর তুমি এত বেশি ব্যবজার হয়েছে যে পড়তে অনেক সময় হোচট খেতে হয়েছে।

    শুভ কামনা রইল আপনার প্রতি।

    GD Star Rating
    loading...
    • ফকির আবদুল মালেক : ২৫-০২-২০১৭ | ৬:১৯ |

      ব্যবহার

      GD Star Rating
      loading...
      • জিল্লুর রহমান : ২৫-০২-২০১৭ | ২২:১৭ |

        আমি কবি নই ভাই। আবেগের বশে কিছু এলোমেলো লেখা লিখে ফেলেছি। তবু যে আপনি পড়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ।

        GD Star Rating
        loading...
  2. মাহবুব আলী : ২৫-০২-২০১৭ | ৮:০৬ |

    ভালো হয়েছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
    • জিল্লুর রহমান : ২৫-০২-২০১৭ | ২২:১৮ |

      ধন্যবাদ মাহবুব ভাই, খারাপ হলেও বলবেন, এখানে নয়তো ফোনে। ভালো থাকবেন।

      GD Star Rating
      loading...
  3. নাজনীন খলিল : ২৫-০২-২০১৭ | ২০:৪০ |

    বেশ লাগলো। শুভেচ্ছা।

    GD Star Rating
    loading...
    • জিল্লুর রহমান : ২৫-০২-২০১৭ | ২২:১৮ |

      আমার লেখা পড়ার জন্য ধন্যবাদ। আশা করি আমার সব লেখা পড়বেন।

      GD Star Rating
      loading...
  4. মুরুব্বী : ২৬-০২-২০১৭ | ১৩:১৬ |

    আপনার কবিতার সাথে সম্ভবত প্রথম পরিচয়। দারুণ।
    অভিনন্দন প্রিয় জিল্লুর রহমান ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...