শব্দনীড়ের এখন যা প্রয়োজন

গত ১লা অক্টোবর থেকে ন্যূনতম ১ বৎসরের জন্য শব্দনীড় ব্লগ চালু করার যে চেষ্টা নেয়া হয়েছিলো; আর্থিক অপর্যাপ্ততা এবং অর্থপ্রাপ্তির সুনিশ্চিত সম্ভাবনা না থাকার কারণে ব্লগকে পুনরায় চালু করা সম্ভব হয়নি। তারপরও শব্দনীড় আশাবাদী।

শব্দনীড়কে বাঁচিয়ে রাখতে আপনাদের সঙ্গ এবং আর্থিক অনুদান দুটোই প্রয়োজন। যা সম্ভব দশের সহযোগিতা এবং আন্তরিকতা ভালোবাসায়। শব্দনীড় ফিরবে শিঘ্রই। এমনটা একসময় বলা হলেও চলতি জানুয়ারী ২০১৭ মাস থেকে শব্দনীড়কে পুনরায় চালু করা হলো। তবে কিছুটা শর্ত সাপেক্ষে। আমরা বুঝতে চাই চলতি শব্দনীড় এর সার্ভার চাহিদা কতটুকু। টাকার বা আর্থিক সহযোগিতার প্রয়োজন কতটুকু।

আপনার অনুদান ছোট হলেও ক্ষতি নেই। শব্দনীড় এর হিসাব খাতে স্বনাম প্রকাশ অথবা নাম প্রকাশে অনিচ্ছুক হিসেবেও আপনি থাকতে পারেন শব্দনীড়ের পাশে। যে কোন অনুদান পাঠাতে শব্দনীড় এর অফিশিয়াল এবং পার্সোনাল হিসাব নাম্বার সংগ্রহে রাখুন। শব্দনীড় সর্বজনীন। মুক্ত বাক্ স্বাধীনতায় শব্দনীড় সকলের পাশে।

14448947_1259987634073938_5610667482702849130_n

14484830_1259987694073932_4799577595279310066_n

প্রবাস থেকে :

13014951_1264109813618225_1805744498_n

Azad Kashmir Zaman.
Mobile # 01743 918 919
NID : 102 202 019 8369
www

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১১-০১-২০১৭ | ২০:১১ |

    অতিরিক্ত সংযুক্তি :
    হিসাব স্বচ্ছ করণে আপনার ঐচ্ছিক অনুদানের পরপরই উল্লেখিত নাম্বারে নিজ পরিচয় দিয়ে একটি বার্তা যোগ করে দিলে ভালো হবে। শব্দনীড় কৃতজ্ঞ থাকবে। ধন্যবাদ। Smile

    GD Star Rating
    loading...
    • নীড় সঞ্চালক : ১৪-০১-২০১৭ | ১৩:২৭ |

      সঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে।

      GD Star Rating
      loading...
  2. একজন নিশাদ : ১১-০১-২০১৭ | ২১:২৮ |

    পাশে থাকার প্রত্যয় জানাচ্ছি, শব্দনীড় চলুক স্বাভাবিক গতিতে।

    GD Star Rating
    loading...
    • নীড় সঞ্চালক : ১৪-০১-২০১৭ | ১৩:৩৮ |

      পাশে থাকবেন এই প্রত্যাশা শব্দনীড়ও করে। ধন্যবাদ।

      GD Star Rating
      loading...
  3. শাহ আলম বাদশা : ১২-০১-২০১৭ | ১১:২৪ |

    স্বাগত জানাই, পাশেই আছি।

    GD Star Rating
    loading...
  4. মোঃ খালিদ উমর : ১৩-০১-২০১৭ | ২২:২২ |

    যাদের অপার ইচ্ছায় শব্দনীড় আবার নতুন করে পথপরিক্রমা শুরু করেছে তাদের শুধু ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। তার আমার অনেক আপনজন, শুধু এটুকুই বলতে পারছি।
    পাশে আছি এবং অনন্তকাল ধরে পাশে থাকার ইচ্ছা জানাচ্ছি।

    GD Star Rating
    loading...
    • নীড় সঞ্চালক : ১৪-০১-২০১৭ | ১৩:৪৯ |

      বিনম্র শুভকামনা আপনার জন্য মোঃ খালিদ উমর।

      GD Star Rating
      loading...