এটা কি হলো?

এটা কি হলো ?
ছায়াছবি দেখানোর আগে জাতীয় সঙ্গীত বাজাতে হবে এবং যারা প্রেক্ষাগৃহে থাকবেন তাদের উঠে দাঁড়াতে হবে । তা-না হলে আইনি বেড়া জালে ফেসে যাবেন । চাপিয়ে দেওয়া দেশপ্রেম এই সময়েই লজিক্যাল হয়েছে । না এটা হতে পারে না। একটা গণতন্ত্র দেশে চাপিয়ে দেওয়া বড়ই বিপদ জনক । আর সেই দেশপ্রেম মেকি ছাড়া আর কি হতে পারে । এটা মিথ্যা লজিক ।

কি অদ্ভূত ব্যপার ছায়াছবি দেখানোর আগে জাতীয় সঙ্গীত বাজালেই মানুষের মনে দেশভক্তি জাগ্রত হবে । সত্যি কি তাই ?
কারুর উপর চাপিয়ে দিয়ে দেশপ্রেম জাগানো যায় ? দু শো বছর ভারত পরাধীন ছিল । যারা এই দেশকে স্বাধীন করতে নীজের জীবনের পরোয়া করেনি তাদের মধ্যে এই দেশ প্রেম কি করে জাগ্রত হয়েছিল ? বলতে পারেন ।
আমি একটা দেশের কথা জানি সে দেশে ছায়াছবি দেখানোর আগে জাতীয়সঙ্গীত বাজানো হয় । কিন্তু গণতন্ত্র বলে সে দেশে এক বিন্দু নেই । চরম অশান্তির মধ্যে সে দেশ চলছে । তারা দেশকে যতটা না ভালবাসে ক্ষমতাকে তার চে ঢের বেশি ।

যাই হোক , এরপর যদি বলা হয় সেক্স করার আগে জাতীয় সঙ্গীত বাজাতে হবে তখন কি হবে ?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. দীপঙ্কর বেরা : ১১-০১-২০১৭ | ২৩:২৪ |

    বেশ

    GD Star Rating
    loading...
  2. মামুন : ১১-০১-২০১৭ | ২৩:৪৭ |

    অনেক সময় চাপিয়ে দেবার দ্বারা মানার অনুশীলন করানো হয়ে থাকে।

    তবে যে দৃষ্টিকোণ থেকেই দেখি না কেনো, বিশেষ করে আমার দেশে নিয়মের বেড়াজালে আবদ্ধ না করলে, অধিকাংশ জনতা মানতে চায় না। এ দেশের ওভারব্রিজগুলি পড়ে থেকে থেকে নষ্ট হয়, ঝুঁকি নিয়ে জনতা ডিভাইডার টপকে মহাসড়ক পার হয়ে যায়। আবার আইনের শক্ত হাত দ্বারা কিছুদিন ওভারব্রিজ দিয়ে পার হবার কড়াকড়ি অনেককে মানার পথে চলতে উতসাহ দেয়।

    তবে আপনার ‘সেক্স করার আগে জাতীয় সংগীত’ এই অংশটুকুর তীব্র প্রতিবাদ জানাই। আমার দেশ যেমন-ই হোক, আমরা বলদ বা ভোদাই টাইপের নই। রাজা-প্রজা অন্তত দেশের অনেকটা ভালো হোক, তা চাই।

    শুভেচ্ছা আবারো।

    GD Star Rating
    loading...