উর্মির ভাঁজে গুঁড়ো নীল জলবিন্দুর উচ্ছাস
শুন্যে উঠেই একে অন্যের সাথে বিলীন হয়ে যায়,
অপ্রত্যাশিত আবেগের জোয়ার এলে ভালোবাসায়
দুটি হৃদয় মিলিয়ে যায় একে অন্যের অস্তিত্বের সাথে।
ভালবাসার রক্তিম লাভা রেখে যায়
হৃদয়ের আকাশে উদগীরিত আবেগ,
অপ্রত্যাশিত বিচ্ছুরিত প্রেমে
হৃদয় আচ্ছন্ন হয় মোলায়েম জোৎস্নায়।
প্রেমিক প্রেমিকার বুকের অতলান্তিকে
প্রেম যেন আসে স্রোতস্বিনী নদীর বন্যায়,
ফিসফিস করে কথা বলে দুটি হৃদয়ের সাথে
আচ্ছন্ন করে রাখে খুনসুটির মিষ্টি ছায়ায়।
চোখের ভাষায় ভালোবাসার অবুঝ আবদার
উচ্চারিত হয় ষোড়শীর নৃত্যেমত্ত নূপুরের নিক্কনে,
কিংবা কাঁচের কাঁকনের রিনি ঝিনি পদ্যে
স্পর্শের শিহরণে কেঁপে উঠে অনাগত অনুভুতি।
হঠাৎ ভালোলাগার রেশ কেটে গেলে
তবুও হৃদয়ে রয়ে যায় অতৃপ্ত প্রণয়ের শিহরন!!
উৎসর্গঃ প্রিয় কবি মনিরা সুলতানা আপুকে।
সর্বস্বত্ব সংরক্ষিত @ যুনাইদ, জুন ২০১৯
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সুন্দর কবিতা মি. মহিউদ্দিন যুনাইদ। ধন্যবাদ আপনাকে। তবে কবিতার সাথে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দেখা হয় জন্য কবিতার পাশাপাশি ভিন্ন ধারার লিখাও আপনার থেকে আশা করবো।
শব্দনীড় আপনার পদচারণায় গর্বিত হোক। স্বাগতম। 
loading...
আপনাকেও ধন্যবাদ চমৎকার একটা মন্তব্য করার জন্য। আমি আসলে কবিতা লিখতে ভয় পাই। কবিতা লিখবে কবিরা। আমি তো কবি নই। আমি গল্প লিখতে পছন্দ করি। খুব শীঘ্রই ভালো একটা গল্প পোস্ট করব। পড়ার অগ্রীম দাওয়াত দিয়ে গেলাম।
শুভ কামনা রইল!
loading...
কবিতা চর্চায় ভয়ের কিছু নেই মনে করি। টাইপড হয়ে গেলে বিপদ। লিখা প্রেজেন্টেশনে ভেরিয়েশন থাকা ভালো। আপনার পাঠক স্বস্তি পাবেন। ধন্যবাদ আপনার অগ্রিম দাওয়াতে। দাওয়াত বা আমন্ত্রণ গ্রহণ করলাম স্যার।
loading...
কবিতায় শুভ যাত্রা। অভিনন্দন এবং ভালোবাসা কবি যুনাইদ ভাই। সুস্বাগতম।
loading...
কবি বলে তো ব্যাপক লজ্জায় ফেলে দিলেন! খুব করে ধন্যবাদ নিবেন ভাই। আমি গল্প লিখতে পছন্দ করি। খুব শীঘ্রই ভালো একটা গল্প পোস্ট করব। পড়ার অগ্রীম দাওয়াত দিয়ে গেলাম।
শুভ কামনা রইল!
loading...
কবিতার জন্য ধন্যবাদ কবি। বেশ আড়াআড়ি ভাবে লিখেছেন। পছন্দ করলাম।
loading...
কবি বলে তো ব্যাপক লজ্জায় ফেলে দিলেন! খুব করে ধন্যবাদ নিবেন। আমার ব্লগে আরও লেখা পড়ার অগ্রীম দাওয়াত দিয়ে গেলাম।
শুভ কামনা রইল!
loading...
আমার কাছে আপনার কবিতাটি ভাল লেগেছে দাদা ভাই। সুস্বাগতম শব্দনীড়ে।
loading...
স্বাগতম জানানোর জন্য খুব করে ধন্যবাদ নিবেন। এটাই আমার প্রথম পোস্ট।
শুভ কামনা রইল।
loading...
ষোড়শীর নৃত্যেমত্ত নূপুরের নিক্কনে,
কিংবা কাঁচের কাঁকনের রিনি ঝিনি পদ্যে,
স্পর্শের শিহরণে কেঁপে উঠে অনাগত অনুভুতি।
অসাধারন ফ্লেভার যুক্ত হয়ে গেছে ভাইজান। অভিনন্দন জানিয়ে গেলাম।
loading...
আমার একটা হিট গল্পের অংশ ছিল এই কবিতাটা। অন্য একটা ব্লগে লিখেছিলাম গল্পটা। পোস্ট কেন যেন দেয়া হয়নি আগে। ঐ গল্পে এই রকম আরও ৪/৫ কবিতা ছিল। প্রতিটা কবিতাই খুব মনোযোগ দিয়ে লিখেছিলাম।
আপনার জন্য শুভ কামনা রইল!
loading...
সুন্দর লেগেছে আপনার কল্পনা শক্তি কবি ভাই। আমার শুভেচ্ছা।
loading...
আমার একটা গল্পের অংশ ছিল এই কবিতাটা। অন্য একটা ব্লগে লিখেছিলাম গল্পটা। পোস্ট কেন যেন দেয়া হয়নি আগে।
পড়া ও সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ এবং শুভ কামনা রইল।
loading...
অনেক সুন্দর লিখেছেন কবিতাটি ভাই।
loading...
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য।
শুভ কামনা রইল।
loading...
নতুন ফর্ম্যাটে ভালো মানিয়ে নিয়েছেন। কবিতা পাঠের সঙ্গে সঙ্গে মনে হল সত্যি যেন ভালোবাসা অতলান্তিকে পাড়ি দিলাম। ++
উৎসর্গে শ্রদ্ধা।
শুভকামনা ও ভালোবাসা প্রিয় নীল আকাশভাইকে।
loading...
এত কঠিন বাংলা শব্দ দিয়ে আগে কখন কবিতা লিখিনি। মনিরা আপুর কথা মতো প্রতিশব্দ ব্যবহার করে লিখেছি। দারুন একটা আইডিয়া দিয়েছিলেন উনি আমাকে।
পড়ার এবং সুন্দর একটা মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা রইল!
loading...