কষ্ট

will

চন্দন কাঠের নিচে শুয়ে আছি
আমার উত্তরে অগ্নি দক্ষিণে মহুয়া
আজ বুঝতে পারি
মৃত মানুষেরা কেনো এতো মাদকতা ভালোবাসে ।
গভীর রাতে হঠাৎ টের পাই কোন এক গৃহকোণে আনন্দ উৎসব
বাসর রাতে বাঁজে নিক্কন ভাঁঙ্গে কাকঁন।
পরিচিত রমনীর কন্ঠস্বর মনে হয় অন্য কারো টিয়া পাখি
আমারি হৃদপিন্ডে বসে শিস দেয় সে সারাক্ষণ।
একটু আগে আমার মুখাগ্নি করে গেছে যে তরুনী তাকে চিনিনা,
তবু আমি তার আনন্দিত ও কম্পিত ঠোঁট ছুঁয়ে বলেছি-
শ্বশ্মানের আগে আজ বিকেলে চন্দ্রিমার কৃষ্ণচূড়ায় যে রঙ দেখেছিলাম-সেই মুগ্ধতার কসম
আমার পুড়ে যাওয়া গলে যাওয়া চোখের মনির কসম
আজ আমি ভাল নেই, একদম ভালো নেই
তবে তুমি ভালো থেকো হে আমার প্রিয়জন
হৃদয় চিতার আগুনে পুড়ে আমি না হয় হলাম আজ ভস্ম।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
কষ্ট, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৮-১১-২০২১ | ১০:৩৩ |

    আজ আমি ভাল নেই, একদম ভালো নেই
    তবে তুমি ভালো থেকো হে আমার প্রিয়জন
    হৃদয় চিতার আগুনে পুড়ে আমি না হয় হলাম আজ ভস্ম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. জাহাঙ্গীর আলম অপূর্ব : ২৮-১১-২০২১ | ১৭:১৮ |

     দারুন কাব্য শৈলী রচিল কবি… 

    GD Star Rating
    loading...
  3. ফয়জুল মহী : ২৯-১১-২০২১ | ২:২৫ |

    অনবদ্য উপস্থাপন,

    শুভ কামনা সব সময়।।

    GD Star Rating
    loading...