নারী-৩

2422253

নত চোখে নববধূ তুমি, জড়ানো মসলিনে
নদী তুমি, তুমি আনন্দদায়িনী, নবান্ন, নীল শাড়িতে কদমতুল্য,
তুমি নকশীকাঁথা, কলাবউ তুমি, তুমি তুলনাহীনা।
নত শিরে পূজি তোমাকে, দেবতার পুস্পার্ঘ্য তোমায় অবিরত
নীলোৎপলে সাজো তুমি, তুমি জলকন্যা; তুমি জল
আমার আকাশ নক্ষত্র নত নিঃসীম কৃষ্ণ রাত।

তুচ্ছ সবি, তুচ্ছ দরবারি ঘোষক, তুচ্ছ সানাই মূর্চ্ছনা;
তুচ্ছ মালয়দ্বীপের শুকপাখি, নীলপাহাড় কিবা নগ্ন নটী,
তুচ্ছ সবি, শুধু তুমি, তুমি তুলনাহীনা।

লাঞ্ছনার লতায় জড়ানো দেহ, আমি আনন্দহীন,
নাই নারী, নাই ঘুম, একা মম রাত্রি
নির্জন ঝর্ণায় ছুড়েছি নূপুর, বিষণ্ন এক একটি দুপুর।
উত্তরীয় নেই, প্রসাধন নেই, নেই ঘুম কিবা রমণ
আমি তৃষ্ণার্ত আশাহীন
গহীন গোপন নির্বাসনে হয়েছি নিয়তির নিবেদক।

নারী তু্মি, তুমি কলাবউ, তটীনী তুমি, তুমি নন্দিনী
তুমি দেবী, তুমি তুলনাহীনা, নত শিরে পূজি নিরন্তর
তোমায় দিলাম আমার পুষ্পার্ঘ্য, পৃথিবীর সব সাদা ফুল।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
নারী-৩, 5.0 out of 5 based on 3 ratings
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৭-১০-২০২১ | ৮:২৩ |

    নত চোখে নববধূ তুমি, জড়ানো মসলিনে
    নদী তুমি, তুমি আনন্দদায়িনী, নবান্ন, নীল শাড়িতে কদমতুল্য,
    তুমি নকশীকাঁথা, কলাবউ তুমি, তুমি তুলনাহীনা। _ অসাধারন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ০৭-১০-২০২১ | ৮:৩০ |

    অপূর্ব লিখেছেন।

    GD Star Rating
    loading...
  3. দাউদুল ইসলাম : ২৯-১০-২০২১ | ২১:১৩ |

    আসসালামু আলাইকুম প্রিয়…. 

    আজ আমার সৌভাগ্য দীর্ঘদিন পর ব্লগে এসে আপনার অনবদ্য কবিতা টি পড়লাম। 

     

    ভালবাসা ও শুভকামনা রইলো। 

    GD Star Rating
    loading...