নে। নে, তবে সবটুকু জল তোকেই দিলাম
ফিঙ্গে ফড়িং মরুক সব তেষ্টা পেয়ে
পাখার ভাজে পরাগ মেখে আর না আসুক প্রজাপতি
সরষে ফুলে মধুর লোভে,
নিবি যখন সবটুকু নে
শিউলীবৃন্তে একফোঁটা জল সেটিও নে
ঘাসের ডগায় শিশির কণা, সেটুকুও নে
দারুণ আমার সবুজ ক্ষেতের গামর ধান মরুক খরায়
নাইবা ভরলো সোনালী আভায় এবার আমার উঠোন খানি
পুড়ে মরুক জোনাকিরা সব হেজাক বাতি তোর আভায়।
নাইবা ছুঁলাম তোর ঠোঁটের বাঁ পাশের ওই কালো দাগ
এই জোছনায়, কি আসে যায়? যাস যদি তুই অন্য গাঁয়ে
বাজিয়ে নূপুর ছুটন্ত পায়, আর কি বাকি ?
সবটুকু তো তোকেই দিলাম, বর্ষার কদম সেটিও চাস ?
নে, সেটিও নে।
এবার তবে কথা দে-
আর বলবি না করতে আমায় কবিতার চাষ, বেলা অবেলায়।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অসাধারণ একটি কবিতা উপহার দিয়েছেন কবি বন্ধু জিয়া রায়হান। অভিনন্দন।
loading...
নান্দনিক উপস্থাপন
loading...
বেশ ভাবনাময়
loading...