নত চোখে নববধূ তুমি, জড়ানো মসলিনে
নদী তুমি, তুমি আনন্দদায়িনী, নবান্ন, নীল শাড়িতে কদমতুল্য,
তুমি নকশীকাঁথা, কলাবউ তুমি, তুমি তুলনাহীনা।
নত শিরে পূজি তোমাকে, দেবতার পুস্পার্ঘ্য তোমায় অবিরত
নীলোৎপলে সাজো তুমি, তুমি জলকন্যা; তুমি জল
আমার আকাশ নক্ষত্র নত নিঃসীম কৃষ্ণ রাত।
তুচ্ছ সবি, তুচ্ছ