প্রেমের সূর্যোদয়ে তুই ছিলি
ছিলি ভালোবাসার সূর্যাস্তেও;
সূর্যটা ধ্রুব ছিলো
ধ্রুব ছিলো প্রেমটাও
শুধু আলাদা হয়ে গিয়েছিলাম তুই আর আমি
তুচ্ছ ভুল বুঝাবুঝিতে;
এখন আমরা রাত কাটাই চাঁদে
রাত কাটাই অন্ধকারে
রাত কাটাই রাতে
ভালোবাসাটা এখনো ধ্রুব আছে
ধ্রুব আছে অনুভব অনুভূতি
শুধু হারিয়ে ফেলেছি অনেকটুকু সময়
জীবন থেকে;
এখন কেও ভালোবাসার কথা বললে
জোর ঢেউ ওঠে বুকের ভেতরের শ্যাওলা পুকুরে
আর ডুব সাঁতারে ভেসে উঠিস তুই,
আচ্ছা! তোরও কি এমন লাগে?
এখন কেও প্রেমের কথা বললে
খুব জোরে বাতাস বয় বুকের ভেতরের অন্ধকার আকাশে
আর বৃষ্টি হয়ে নেমে আসিস তুই,
আচ্ছা! তোরও কি এমন লাগে?
আচ্ছা! অভিমানের কখনো সূর্যাস্ত হয় না?
দেখে নিস, যেদিন তোর অভিমানে গ্রহণ লাগবে
আমি ঠিক চাঁদ হয়ে উঠে আসবো তোর আকাশে
সেদিন চাঁদনিতে লজ্জা পেলে
তোকে ঢেকে দেব না হয় মেঘের চাদরে;
ভালোবাসার মানুষের কাছে লজ্জার কি আছে?
loading...
loading...
সুন্দর।
ভাল লাগা রেখে গেলাম।
loading...
দেখে নিস, যেদিন তোর অভিমানে গ্রহণ লাগবে
… আমি ঠিক চাঁদ হয়ে উঠে আসবো তোর আকাশে। ___ এক্সিলেন্ট মি. যাযাবর।
loading...
অপূর্ব ভাবনার অনবদ্য প্রকাশ।অনেক মুগ্ধতা নিয়ে গেলাম।
ভালো থাকবেন প্রিয়কবি।
loading...
প্রেমের সূর্যোদয়ে তুই ছিলি ছিলি ভালোবাসার সূর্যাস্তেও; অসাধারণ সময় ভাই।
loading...
হাউ রোম্যান্টিক !!!
loading...
মনে গ্রহণ করলাম যাযাবর ভাই।
loading...
বুকের মধ্যে কত কথাই না আপনি লুকিয়ে রাখেন কবি জীবন বাবু।
loading...
loading...
মুগ্ধকর!
loading...