মানুষের চেয়ে বড় অভিনেতা আর কে আছে?

আমরা সবাই ক্রমাগত অভিনয় করে যাই
নিজের সাথে,
দ্বৈত মানুষ হয়ে;
একদিকে পোশাকি সামাজিক জীবন
আরেকদিকে সত্যিকারে ভেতরের মানুষটার ক্ষরণ
কয়জন মানুষ আছে, মন যা চায় সেভাবেই দিন কাটায়?
আমি তো নইই,
কতবার হেরে গিয়েছি জীবনের কাছে, পরিবেশের কাছে, পরিস্থিতির কাছে!
আচ্ছা! যেভাবে নিজেকে নিয়ে স্বপ্ন দেখেছ আদতে তুমি কি তাই?

কখনো ভালোবাসার মানুষ ছেড়ে গেলে এত দুঃখিত হই কেন আমরা?
ভালোবাসা কি ছেড়ে গিয়েছে?
উঁহু! ভালো করে তাকাতে হয় নিজের ভেতরে
দুঃখিত হতে হয় তখনই যখন ভালোবাসাটাই আমায় ছেড়ে চলে যায়
ভালোবাসার মানুষ!
সে তো সময় সময় অভিমানে দূরে সরে যেতেই পারে,
তবে দুটি মন থেকেই যদি ভালোবাসা ছেড়ে চলে যায় তবে আর দুজন এক হয়ে থেকেই বা লাভ কি?
শুধু পুরাতন অসহনীয় কিছু ভালোবাসার স্মৃতি;

ভালোবাসার মানুষের খুব কাছাকাছি যেতে নেই, একদম ভেতরে
অথচ ভালোবাসাটা জড়িয়ে রাখতে হয় মনের ভেতর খুব যতনে, ওমে ভরে;
ভালোবাসার মানুষের খুব কাছে এলে মনে হয় যাকে ভালোবেসেছিলাম আসলে এ সে নয়
ধীরে ধীরে দুটি মানুষের তুলনা নিজের দ্বৈত মনের সাথে
ফলশ্রুতিতে কারো কারো কাছে ভালোবাসাটা আস্তে আস্তে ফিকে হতে থাকে,
বেশীরভাগ মানুষ নিজেকে মানিয়ে নেয় পরিস্থিতির সাথে
মানুষটা যেমনই তেমন করে গ্রহণ করে
আর কেও কেও ভালোবাসার মানুষের কাছে থেকেও দূরে সরে যায় ভালোবাসার কাছ থেকে
দ্বৈত ভাবনায় জীবন তো চলে যায়, আদতে সুখ কোথায়?
অভিনয়ে জীবন কাটায়;

মানুষের চেয়ে বড় অভিনেতা আর কে আছে?
নিজের কষ্ট বুকে চাপা দিয়ে মানুষেরই কাছে দাঁত বের করে থাকে;
আমরা এক একজন মুখোশ মানুষ, সকলে
মুখোশের আড়ালে কান্না লুকাই, খুব সযতনে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৪ টি মন্তব্য (লেখকের ৭টি) | ৭ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৫-০৭-২০১৯ | ১০:৩৯ |

    'আমরা সবাই ক্রমাগত অভিনয় করে যাই নিজের সাথে,
    দ্বৈত মানুষ হয়ে; আমরা এক একজন মুখোশ মানুষ।' সত্য শব্দ সত্য বাক্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. যুনাইদ : ১৫-০৭-২০১৯ | ১১:৫১ |

    মানুষের চেয়ে বড় অভিনেতা আর কে আছে?
    নিজের কষ্ট বুকে চাপা দিয়ে মানুষেরই কাছে দাঁত বের করে থাকে;
    আমরা এক একজন মুখোশ মানুষ, সকলে
    মুখোশের আড়ালে কান্না লুকাই, খুব সযতনে।

    পৃথিবী নিজেই একটা বিরাট নাট্যমঞ্চ। আমাদের সবাইকেই সারা জীবন ধরে অভিনয় করে যেতে হয়। থীম খুব ভাল লাগল।
    ধন্যবাদ।

    GD Star Rating
    loading...
  3. সুমন আহমেদ : ১৫-০৭-২০১৯ | ২০:৫০ |

    ভালোবাসার মানুষের খুব কাছাকাছি যেতে নেই, একদম ভেতরে অথচ ভালোবাসাটা জড়িয়ে রাখতে হয় মনের ভেতর খুব যতনে, ওমে ভরে। আমার কথা আপনিও বলেছেন। 

    GD Star Rating
    loading...
    • যাযাবর জীবন : ১৮-০৭-২০১৯ | ১:০৭ |

      কি জানি ভাই?

      হয়তো ভাবনাগুলো এক 

       

      GD Star Rating
      loading...
  4. রিয়া রিয়া : ১৫-০৭-২০১৯ | ২১:১৭ |

    হুম জীবন বাবু। কথা তো হান্ড্রেড পারসেন্ট সত্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  5. সাজিয়া আফরিন : ১৫-০৭-২০১৯ | ২১:৫৪ |

    কী সহজ ভাবেই না মনের কথা বলে দেন আপনি। Smile

    GD Star Rating
    loading...
    • যাযাবর জীবন : ১৮-০৭-২০১৯ | ১:০৯ |

      আপনারা সহজ ভাবে পড়েন বলে

       

       

      GD Star Rating
      loading...
  6. সৌমিত্র চক্রবর্তী : ১৫-০৭-২০১৯ | ২১:৫৭ |

    এগজাক্টলি কবি যাযাবর ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  7. আবু সাঈদ আহমেদ : ১৫-০৭-২০১৯ | ২২:৩৫ |

    Smile https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...