কেন যে ভুল করে ভালোবেসেছিলাম তোকে?

মেঘের হাসি
মেঘের কান্না
অনেকটা তোর মতন;

আকাশটা গুমরচ্ছে অনেকক্ষণ
কান্না জমাট বেঁধেছে মেঘের মাঝে
টুপ করে ঝরে পরলেই তো বৃষ্টি
ঠিক তোর চোখের মতন;
কত অশ্রুই না ধরে রাখিস চোখে!
কান্না হয়ে বয়ে যায় যতটুকু তারচেয়ে অনেক বেশী জমা থাকে চোখে
মেঘের মতন
আর বাতাসে কান্নার চিৎকারে মেঘের গর্জন
আকাশটা মাঝে মাঝে গুমরায়, তোর মতন;

অশ্রু কোথায়? সবই তো জল
আর মেঘের ভেতর কান্নার কোলাহল
সাদা মেঘে কি কান্না নেই?
আরে! জল জমেই তো মেঘ
সাদা মেঘেও কান্না লুকানো আছে
বুকে বেশী ব্যথা হলে সাদা থেকে ধুসর হয়ে কালো হয় মেঘ
তারপর টুপ করে ঝরে পরে বৃষ্টির আদলে,
ঠিক হাসতে হাসতে কান্নায় ভেঙে পড়িস তুই যেমন;

জানিস!
যখনই ঠোঁটের সাথে সাথে তোর চোখ হাসে না
তখনই এক মেঘের ছায়া দেখি তোর চোখে
আর পুঞ্জীভূত বেদনার ঘনঘটা তোর হাসির আড়ালে,
তারপর একসময় কালো মেঘ ঘনিয়ে আসে তোর চোখেমুখে
আর টুপ করে কান্না হয়ে নেমে আসে তোর চোখ বেয়ে
বৃষ্টির মতন,
আচ্ছা! তোর মন কি মেঘ?
না কি ভুল দেখি আমি, ক্ষণে ক্ষণে
আর ভুল চোখে ভুল ভাবি আপনমনে;

ধ্যাত!
কেন যে ভুল করে ভালোবেসেছিলাম তোকে?
দেখ! কেমন মেঘ ধরে আছে বুকে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ০টি) | ৬ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৩-০৬-২০১৯ | ১২:২৯ |

    কি ভুল দেখি আমি, ক্ষণে ক্ষণে
    আর ভুল চোখে ভুল ভাবি আপনমনে;
    ধ্যাত! কেন যে ভুল করে ভালোবেসেছিলাম তোকে?
    দেখ! কেমন মেঘ ধরে আছে বুকে।

    চমৎকার কথা কাব্য প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর জীবন। শুভ দিন। Smile

    GD Star Rating
    loading...
  2. সুমন আহমেদ : ১৩-০৬-২০১৯ | ১২:৩৪ |

    শাব্দিক প্রশংসা নয় হৃদয়ের ভালোবাসা জানালাম যাযাবর জীবন ভাই। 

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ১৩-০৬-২০১৯ | ১৩:১১ |

    অসাধারণ কবি জীবন বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  4. সৌমিত্র চক্রবর্তী : ১৩-০৬-২০১৯ | ১৩:২৩ |

    মনে হয় আপনারলিখা গুলোন ফ্রেমে বন্দী করে রাখি যাযাবর জীবন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  5. নিতাই বাবু : ১৩-০৬-২০১৯ | ২১:০১ |

    শ্রদ্ধেয় জীবন দাদা জীবনের কবিতা শোনালেন। সত্যি মুগ্ধ হয়ে গেলাম। শ্রদ্ধেয় কবিকে শুভেচ্ছা।। 

    GD Star Rating
    loading...
  6. আবু সাঈদ আহমেদ : ১৪-০৬-২০১৯ | ১২:২৬ |

    সাংঘাতিক কবিতা এবং প্রশ্ন।

    GD Star Rating
    loading...