যদি অনুভূতিগুলোকে বন্দী করতে পারতাম!

রাতের কোন ঘরবাড়ি নেই
ইটের দেয়ালে কি অন্ধকার বন্দী করা যায়?
ঘরবাড়ি নেই দুপুরের
আটকানো যায় না আলো চার দেয়ালে;

চোখের পাতায় আমার ঘর
আমি ঘরবন্দী খেলা খেলি মনের খেয়ালে
যখন খুশি চোখ খুলে আলো
চোখ বন্ধ করলেই বন্দী হয়ে যায় অন্ধকার;
ইশশ!
যদি অনুভূতিগুলোকে বন্দী করতে পারতাম!
কিংবা তোকে;

ঘরবন্দী খেলায় দুপুর ছুঁতে পারে না চাঁদ
রাত ছুঁতে পারে না সূর্য
ভালো করে চেয়ে দেখে, কোথাও যুক্তাক্ষর নেই আমার চোখে
অথচ মন ছুঁয়ে থাকে তোকে
ভালোবাসায় বৃষ্টি হয়ে;

জানিস!
খুব বৃষ্টি হচ্ছে আজকাল,
বাইরে ও ভেতরে,
আমি কবিতাহীন এক পাথর জীবন কাটিয়ে যাচ্ছি কবিতা বুকে ধরে
অথচ লিখতে পারছি না তোকে,
উদাস পৃথিবীতে সূর্য উঠছে
দিন হচ্ছে
ক্লান্ত পৃথিবীতে অন্ধকার নেমে রাত,
আমারও আর ঘরবাড়ি হলো না রে
দুপুর কিংবা রাতের মত
সূর্য কিংবা চাঁদের মত,
কোথায় রাখব তোকে?
অথচ দেখ!
মনের জানালাটায় বিশাল উঁকি দিয়ে আছিস তুই
দুঃখ কি জানিস!
তোকে রাখতে পারছি না ড্রয়িংরুমে সাজিয়ে;

আসলে ভালোবাসা কোথাও রাখা যায় না,
মনঘরে তো অলিন্দ আর নিলয়
সেখানে ক্রমাগত লালের ছোটাছুটি
থাকবি সেখানে?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১২ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৭ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৭-০৫-২০১৯ | ১০:৪৫ |

    আসলে ভালোবাসা কোথাও রাখা যায় না,
    মনঘরে তো অলিন্দ আর নিলয়
    সেখানে ক্রমাগত লালের ছোটাছুটি।

    সুন্দর এই নিজের সাথে নিজেরই কথোপকথন। শুভ সকাল কবি নির্বাসনের মানুষ। Smile

    GD Star Rating
    loading...
    • যাযাবর জীবন : ১৭-০৫-২০১৯ | ১৭:০১ |

      ধন্যবাদ মুরুব্বী 

       

      GD Star Rating
      loading...
  2. সুমন আহমেদ : ১৭-০৫-২০১৯ | ১১:০৭ |

    আহা !! যদি অনুভূতিগুলোকে বন্দী করতে পারতাম!!! কী সুন্দর করেই না আপনি লিখেন !!!

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ১৭-০৫-২০১৯ | ১১:০৯ |

    সত্যই তাই। আপনি কিভাবে যেন মনের কথা বলে ফেলেন যাযাবর ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
    • যাযাবর জীবন : ১৭-০৫-২০১৯ | ১৭:০৩ |

      কি জানি ভাই?
      মন তো পড়তে পারি না Frown 

       

      GD Star Rating
      loading...
  4. রিয়া রিয়া : ১৭-০৫-২০১৯ | ১১:৩৯ |

    খুউব সুন্দর জীবন বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  5. শাকিলা তুবা : ১৭-০৫-২০১৯ | ১১:৫৩ |

    Smile Smile

    GD Star Rating
    loading...
  6. সাজিয়া আফরিন : ১৭-০৫-২০১৯ | ১১:৫৮ |

    ভালো লাগে আপনার কবিতা।

    GD Star Rating
    loading...
  7. মোঃ বোরহান উল ইসলাম : ১৭-০৫-২০১৯ | ১৭:১৮ |

    চোখের পাতায় আমার ঘর
    আমি ঘরবন্দী খেলা খেলি মনের খেয়ালে
    যখন খুশি চোখ খুলে আলো
    চোখ বন্ধ করলেই বন্দী হয়ে যায় অন্ধকার;
    ইশশ!
    যদি অনুভূতিগুলোকে বন্দী করতে পারতাম!
    কিংবা তোকে; 

    আহা!

    GD Star Rating
    loading...