রাতের কোন ঘরবাড়ি নেই
ইটের দেয়ালে কি অন্ধকার বন্দী করা যায়?
ঘরবাড়ি নেই দুপুরের
আটকানো যায় না আলো চার দেয়ালে;
চোখের পাতায় আমার ঘর
আমি ঘরবন্দী খেলা খেলি মনের খেয়ালে
যখন খুশি চোখ খুলে আলো
চোখ বন্ধ করলেই বন্দী হয়ে যায় অন্ধকার;
ইশশ!
যদি অনুভূতিগুলোকে বন্দী করতে পারতাম!
কিংবা তোকে;
ঘরবন্দী খেলায় দুপুর ছুঁতে পারে না চাঁদ
রাত ছুঁতে পারে না সূর্য
ভালো করে চেয়ে দেখে, কোথাও যুক্তাক্ষর নেই আমার চোখে
অথচ মন ছুঁয়ে থাকে তোকে
ভালোবাসায় বৃষ্টি হয়ে;
জানিস!
খুব বৃষ্টি হচ্ছে আজকাল,
বাইরে ও ভেতরে,
আমি কবিতাহীন এক পাথর জীবন কাটিয়ে যাচ্ছি কবিতা বুকে ধরে
অথচ লিখতে পারছি না তোকে,
উদাস পৃথিবীতে সূর্য উঠছে
দিন হচ্ছে
ক্লান্ত পৃথিবীতে অন্ধকার নেমে রাত,
আমারও আর ঘরবাড়ি হলো না রে
দুপুর কিংবা রাতের মত
সূর্য কিংবা চাঁদের মত,
কোথায় রাখব তোকে?
অথচ দেখ!
মনের জানালাটায় বিশাল উঁকি দিয়ে আছিস তুই
দুঃখ কি জানিস!
তোকে রাখতে পারছি না ড্রয়িংরুমে সাজিয়ে;
আসলে ভালোবাসা কোথাও রাখা যায় না,
মনঘরে তো অলিন্দ আর নিলয়
সেখানে ক্রমাগত লালের ছোটাছুটি
থাকবি সেখানে?
loading...
loading...
আসলে ভালোবাসা কোথাও রাখা যায় না,
মনঘরে তো অলিন্দ আর নিলয়
সেখানে ক্রমাগত লালের ছোটাছুটি।
সুন্দর এই নিজের সাথে নিজেরই কথোপকথন। শুভ সকাল কবি নির্বাসনের মানুষ।
loading...
ধন্যবাদ মুরুব্বী
loading...
আহা !! যদি অনুভূতিগুলোকে বন্দী করতে পারতাম!!! কী সুন্দর করেই না আপনি লিখেন !!!
loading...
ধন্যবাদ ভাই
loading...
সত্যই তাই। আপনি কিভাবে যেন মনের কথা বলে ফেলেন যাযাবর ভাই।
loading...
কি জানি ভাই?
মন তো পড়তে পারি না
loading...
খুউব সুন্দর জীবন বাবু।
loading...
ধন্যবাদ রিয়া
loading...
loading...
ভালো লাগে আপনার কবিতা।
loading...
ধন্যবাদ সাজিয়া
loading...
চোখের পাতায় আমার ঘর
আমি ঘরবন্দী খেলা খেলি মনের খেয়ালে
যখন খুশি চোখ খুলে আলো
চোখ বন্ধ করলেই বন্দী হয়ে যায় অন্ধকার;
ইশশ!
যদি অনুভূতিগুলোকে বন্দী করতে পারতাম!
কিংবা তোকে;
আহা!
loading...