ডুবে যাওয়া সূর্যে ডুবন্ত আমি
গোধূলির আকাশে কত কত উড়ন্ত পাখি!
বড্ড চঞ্চল ওরা
বাতাসে ডানা ঝাপটানো ইতিউতি
সন্ধ্যে ঘুমানোর আগে
ডুবন্ত চোখে চেয়ে চেয়ে দেখি;
আমি কখনো মন খারাপ করা নারী দেখি নি,
আচ্ছা, পাখিদের কি মন খারাপ হয়?
আমার মত;
পাখিগুলো বড্ড ওড়ে
তোর মত করে
আমি ডুবে যাচ্ছি ধীরে ধীরে
অন্ধকার থেকে অন্ধকারে
তারপর এক সময় রাত নামতেই তুই চাঁদনি
আর সূর্যাস্তে ঘুমন্ত আমি,
আমি কখনো মন খারাপ করা চাঁদ দেখি নি,
আচ্ছা! রাতের কি মন খারাপ হয়?
আমার মত;
আমার কখনো নারী চেনা হলো না
দেখা হলো না তোকে
দেখা হলো না রাত
চেনা হলো না চাঁদ,
ভালোবাসা চিনব কি করে?
কিংবা তোকে;
একদিন ডানা ঝাপটে ক্লান্ত হয়ে গেলে
একদিন উড়ে উড়ে ডানা ভেঙে গেলে
একদিন তোর আকাশে চাঁদ ডুবে গেলে
একদিন তোর চোখে আলো হারিয়ে গেলে
ডাক দিস আমায় অমাবস্যার ওপার থেকে
সেদিন না হয় ভালোবাসতে শেখাবো তোকে
অন্ধকারের আঁধার হয়ে;
সবাই তো ভালোবাসে
আলোতে আলোতে রূপ দেখে দেখে
আমি না হয় ভালোবাসব তোকে, অন্ধকারে অন্ধ চোখে।
loading...
loading...
'সবাই তো ভালোবাসে
আলোতে আলোতে রূপ দেখে দেখে
আমি না হয় ভালোবাসব তোকে, অন্ধকারে অন্ধ চোখে।'
অপার মুগ্ধতা প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর জীবন। শুভ সকাল।
loading...
ধন্যবাদ ভাই
loading...
নিত্যদিনের মতো মুগ্ধ হলাম কবি যাযাবর জীবন। দারুণ।
loading...
ধন্যবাদ ভাই
loading...
এমন করে লিখতে চাই, শিখতে চাই কবি যাযাবর ভাই। ভালোবাসা।
loading...
ধন্যবাদ দাদা
ভালো থাকুন সব সময়।
loading...
যতবারই পড়ি না কেন আপনার লেখা কখনই যেন পুরোনো হয় না কবি জীবনবাবু।
loading...
ধন্যবাদ রিয়া।
loading...
loading...