গোধূলির আকাশে কত কত উড়ন্ত পাখি!

ডুবে যাওয়া সূর্যে ডুবন্ত আমি
গোধূলির আকাশে কত কত উড়ন্ত পাখি!
বড্ড চঞ্চল ওরা
বাতাসে ডানা ঝাপটানো ইতিউতি
সন্ধ্যে ঘুমানোর আগে
ডুবন্ত চোখে চেয়ে চেয়ে দেখি;
আমি কখনো মন খারাপ করা নারী দেখি নি,
আচ্ছা, পাখিদের কি মন খারাপ হয়?
আমার মত;

পাখিগুলো বড্ড ওড়ে
তোর মত করে
আমি ডুবে যাচ্ছি ধীরে ধীরে
অন্ধকার থেকে অন্ধকারে
তারপর এক সময় রাত নামতেই তুই চাঁদনি
আর সূর্যাস্তে ঘুমন্ত আমি,
আমি কখনো মন খারাপ করা চাঁদ দেখি নি,
আচ্ছা! রাতের কি মন খারাপ হয়?
আমার মত;

আমার কখনো নারী চেনা হলো না
দেখা হলো না তোকে
দেখা হলো না রাত
চেনা হলো না চাঁদ,
ভালোবাসা চিনব কি করে?
কিংবা তোকে;

একদিন ডানা ঝাপটে ক্লান্ত হয়ে গেলে
একদিন উড়ে উড়ে ডানা ভেঙে গেলে
একদিন তোর আকাশে চাঁদ ডুবে গেলে
একদিন তোর চোখে আলো হারিয়ে গেলে
ডাক দিস আমায় অমাবস্যার ওপার থেকে
সেদিন না হয় ভালোবাসতে শেখাবো তোকে
অন্ধকারের আঁধার হয়ে;

সবাই তো ভালোবাসে
আলোতে আলোতে রূপ দেখে দেখে
আমি না হয় ভালোবাসব তোকে, অন্ধকারে অন্ধ চোখে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৯ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৯-০৫-২০১৯ | ৯:১৭ |

    'সবাই তো ভালোবাসে
    আলোতে আলোতে রূপ দেখে দেখে
    আমি না হয় ভালোবাসব তোকে, অন্ধকারে অন্ধ চোখে।'

    অপার মুগ্ধতা প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর জীবন। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. সুমন আহমেদ : ০৯-০৫-২০১৯ | ১৩:৫২ |

    নিত্যদিনের মতো মুগ্ধ হলাম কবি যাযাবর জীবন। দারুণ। 

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ০৯-০৫-২০১৯ | ১৪:১২ |

    এমন করে লিখতে চাই, শিখতে চাই কবি যাযাবর ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
    • যাযাবর জীবন : ০৯-০৫-২০১৯ | ১৫:১১ |

      Smile
       

      ধন্যবাদ দাদা

       

      ভালো থাকুন সব সময়। 

       

      GD Star Rating
      loading...
  4. রিয়া রিয়া : ০৯-০৫-২০১৯ | ১৪:৪৬ |

    যতবারই পড়ি না কেন আপনার লেখা কখনই যেন পুরোনো হয় না কবি জীবনবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  5. শাকিলা তুবা : ১০-০৫-২০১৯ | ০:০৮ |

    Smile Smile পড়লাম। 

    GD Star Rating
    loading...