আমি যাকে বলি
সে শোনে না,
শোনে অন্যজন
বোঝে অন্য আরেকজন;
যার জন্য আমার মন পোড়ে
সে বোঝে না,
বোঝে অন্যজন
আমাতে মন পোড়ায় অন্য আরেকজন;
যার সাথে আমি অভিমান করি
সে বোঝে না,
বোঝে অন্যজন
আমার সাথে অভিমান করে থাকে অন্য আরেকজন;
আমি যাকে ভালোবাসি
সে বোঝে না,
বোঝে অন্যজন
আর আমায় ভালোবাসে অন্য আরেকজন;
আমার মন জুড়ে শুধুই
– ‘এক তুই’
আর আমার চারিদিকে ষড়ভুজ প্রেমের অষ্ট মন;
অথচ আমার তুই আমায় শোনে না
আমার তুই কিছুই বোঝে না
না বোঝে মন
না প্রেম
না অভিমান
না অনুরাগ
না ভালোবাসা;
অথচ দেখ!
আমার পুরো স্বত্বা জুড়ে শুধুই একজন
– “ভালোবাসার এক তুই”।
😘
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আমার পুরো স্বত্বা জুড়ে শুধুই একজন
– “ভালোবাসার এক তুই”।
আপনার অনুভব ধীরে ধীরে আমার মধ্যে অনুপ্রবেশ করছে প্রিয় নির্বাসনের মানুষ।
loading...
ভালো লক্ষণ নয় মুরুব্বী
loading...
কবিতার গড়ন কে স্বতন্ত্র মাত্রা দিয়ে দিয়েছেন কবি জীবনবাবু।
loading...
কি জানি গো রিয়া
আমি কবিতা বুঝি না
loading...
পুরো স্বত্বা জুড়ে শুধুই একজন এবং একটাই সত্য কবি যাযাবর ভাই।
loading...
ভালো থাকুন দাদা
loading...
আন্তরিক ধন্যবাদ জানবেন আমার প্রিয়জন
loading...
ধন্যবাদ ভাই বাবু
loading...
হুম।
loading...
হুম
loading...
ভালোবাসা।

loading...
তোমাকেও ভাই
loading...