আজকাল বড্ড ডাকাত হয়েছিস তুই
সূর্য থেকে ছিনিয়ে আনিস আলো
রাত থেকে কালো
আমি চাঁদের গায়ে দেখি ছোপ ছোপ কালো
তুই জ্যোৎস্না থেকে ছিনিয়ে আনিস আলো
আমার হৃদপিণ্ড কাটলে শুধুই রক্ত
তুই ছিনিয়ে নিতে চাস ভালোবাসা;
মন কি আর ছিনিয়ে নেয়া যায়?
তোকে বোঝানো দায়
ডাকাতিয়া প্রেমে আমার বড্ড ভয়,
আমি না হয় তোর মনে একটু উঁকিই দিয়েছি
মন কি চুরি করেছি?
তুই শুধু শুধুই ডাকাত হতে গেলি
না হয় ক্ষণিকের জন্য আমায় ছিনিয়েই নিলি
ধরে কি রাখতে পারলি?
এই যে মনে এত এত ভালোবাসা!
একটু চোখের দেখা, একটু কাছে আসা
তারপর তো আবার বিচ্ছেদ,
তুই কি জানিস?
তোকে ছাড়া বড্ড কষ্ট পাই
অথচ দেখ! প্রতি চাঁদ সূর্যে তোতে হারাই
আচ্ছা!
তোর মনেও কি তাই?
আমি ভালোবেসে কান্না হয়েছি
তুই ডাকাত হয়েও নিঃস্ব
জয়ী হলো কে?
হার হলো কার?
তোর?
আমার
না ভালোবাসার?
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আমি ভালোবেসে কান্না হয়েছি
তুই ডাকাত হয়েও নিঃস্ব !!
জয়ী হলো কে? ___ কোটি ডলারের প্রশ্ন প্রিয় নির্বাসনের মানুষ যাযাবর জীবন।
loading...
বাস্তবতা সত্যিই কঠিন বিষয় । This place will change.
আমি ভালোবেসে কান্না হয়েছি
তুই ডাকাত হয়েও নিঃস্ব
জয়ী হলো কে?
হার হলো কার?
তোর?
আমার
না ভালোবাসার?
শুভকামনা আপনার জন্য
loading...
চমৎকার সুন্দর উপস্থাপনা।
মুগ্ধতা রেখে গেলাম।
loading...
নন্দিত শুভেচ্ছা কবি জীবনবাবু।
loading...
সোজাসাপ্টা কথায় আপনার কবিতা সবসময়ই সুন্দর। শুভেচ্ছা যাযাবর ভাই।
loading...